পারিক্করের ছেলের পাশে দাঁড়াল শিবসেনা

হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই গোয়া সহ দেশের ৫ রাজ্যে শুরু হচ্ছে বিধানসভা ভোট। এই নির্বাচনী আবহে গোয়ায় সম্প্রতি বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ…

হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই গোয়া সহ দেশের ৫ রাজ্যে শুরু হচ্ছে বিধানসভা ভোট। এই নির্বাচনী আবহে গোয়ায় সম্প্রতি বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করে। সেখানে নির্বাচনের টিকিট দেওয়া হয় না গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের ছেলে উৎপলকে। সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এবার উৎপলের পাশে দাঁড়াল শিবসেনা (Shiv Sena)।

রাজ্যের বিধানসভা নির্বাচনে উৎপল এবার পানাজি কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছেন। ওই কেন্দ্রে উৎপলের বিরুদ্ধে শিবসেনা তাদের প্রার্থী প্রত্যাহার করে নিল। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করে রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে আর্জি জানিয়ে ছিলেন মনোহর পুত্র উৎপল। কিন্তু তাঁকে টিকিট দেয়নি বিজেপি। টিকিট না পাওয়ায় উৎপল বিজেপি ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে তাঁর বাবার ফেলে আসা পানাজি কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নেন। রাজ্যে উৎপলের যথেষ্ট জনপ্রিয়তা আছে। তাই উৎপল পানাজি কেন্দ্রে লড়ার সিদ্ধান্ত নেওয়ায় বিজেপি নেতৃত্বও যথেষ্ট চাপে আছে।

উৎপল প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ার পরেই শিবসেনা নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছিলেন, তাঁরা এই নির্বাচনে উৎপলকে সমর্থন করবেন। এমনকী, বিজেপি বিরোধী দলগুলির কাছে উৎপলকে সমর্থন করার আর্জিও জানিয়ে ছিলেন। এই শিবসেনা নেতা এদিন বলেন, মনোহর পারিক্করের প্রতি শ্রদ্ধা জানাতে বিজেপি বিরোধী সকলেই উৎপলকে সমর্থন করুন।

এদিন নতুন করে টুইট করেছেন সঞ্জয়। তিনি লিখেছেন, আমরা আমাদের কথা রেখেছি। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, পানাজি কেন্দ্র নির্দল প্রার্থীকে আমরা সমর্থন করবো। সে কারণেই আমারা দলীয় প্রার্থী শৈলেন্দ্র ভেলিংগরকে প্রত্যাহার করে নিচ্ছি। একই সঙ্গে আমি বিজেপি বিরোধী সকলকে অনুরোধ করব, তারা যেন মনোহর পুত্রকে সমর্থন করেন। শিবসেনার পক্ষ থেকে উৎপলকে সব ধরনের সাহায্য করার আশ্বাসও দিয়েছেন সঞ্জয়।