Grenade Attack: ৩৭০ প্রত্যাহারের বর্ষপূর্তির আগেই জঙ্গি হামলায় নিহত বিহারের শ্রমিক

ফের পুলওয়ামায় জঙ্গিদের গ্রেনেড হামলা (grenade attack)। হামলায় নিহত এক পরিযায়ী শ্রমিক৷ আহত আরও দুই। পুলিশ সূত্রে খবর, এদিন জম্মু-কাশ্মীরের পুলওয়ামার গাদুরায় পুলিশকে লক্ষ্য করে…

grenade attack in J&K

ফের পুলওয়ামায় জঙ্গিদের গ্রেনেড হামলা (grenade attack)। হামলায় নিহত এক পরিযায়ী শ্রমিক৷ আহত আরও দুই। পুলিশ সূত্রে খবর, এদিন জম্মু-কাশ্মীরের পুলওয়ামার গাদুরায় পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা৷ ঘটনার পর থেকে এলাকায় চলছে চিরুনি তল্লাশি৷

দ্বিতীয়বার ক্ষমতায় এসে ৫ অগাস্ট ২০১৯ সালে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয় কেন্দ্র সরকার৷ আগামিকাল তার বর্ষপূর্তি। ঠিক তার আগেই এই জঙ্গি হামলা আতঙ্ক বাড়িয়েছে। নিহত ওই ব্যক্তি মহম্মদ মুমতাজ বিহারের বাসিন্দা বলে জানা গেছে। বাকি আহত দুই জন মহম্মদ আরিফ ও মহম্মদ মাজবুল বিহারের রামপুরের বাসিন্দা বলে জানা গেছে।

   

গত কয়েক মাস ধরেই জম্মু-কাশ্মীরে নিরীহ মানুষদের হত্যার ঘটনায় শোরগোল পড়ে যায়৷ বারবার কেন্দ্র সরকারকে কড়া আক্রমণ চালিয়ে যাচ্ছিল বিরোধীরা। নিরাপত্তার দাবিতে সরব হয়েছিল কাশ্মীরি পণ্ডিতরা৷ অনেকেই কাশ্মীর ছাড়তে শুরু করেছিলেন।

সম্প্রতি সংসদে তথ্য দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, সরকারের তথ্য বলছে ২০১৯ সালের ৫ অগাস্ট থেকে ২০২২ সালের ৯ জুলাই পর্যন্ত কোনও কাশ্মীরি পণ্ডিত উপত্যকা ছেড়ে চলে যাননি। তবে ওই সময়ের মধ্যে ৫ কাশ্মীরি পণ্ডিত ও শিখ ও হিন্দু ধর্মালম্বী মিলিয়ে ১৬ জন নিহত হয়েছেন।

একইসঙ্গে কেন্দ্র সরকারের তরফে তথ্য দিয়ে জানানো হয়েছে, ২০১৮ সালে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছিল ৪১৭টি। ২০২১ সালে তা কমে হয় ২২৯। ২০১৯ সালের ৫ অগাস্ট থেকে ২০২২ সালের ১ জুলাই পর্যন্ত জঙ্গি হামলার প্রাণ হারিয়েছেন ২৪৬ জন। এদের মধ্যে ১২৮ নিরাপত্তা কর্মী, ১১৮ সাধারণ নাগরিক।