ডোকলামে আস্ত গ্রাম বানাচ্ছে চিন, প্রকাশ্যে এল ছবি

  প্রায় দু’বছর ধরে পূর্ব লাদাখে যুযুধান দুই প্রতিবেশী দেশ৷ এরই মধ্যে বারবার সরগরম হয়েছে পরিস্থিতি। কিন্তু সীমান্তের উত্তাপ এখনও কমছে না। এরই মধ্যে উঠে…

 

প্রায় দু’বছর ধরে পূর্ব লাদাখে যুযুধান দুই প্রতিবেশী দেশ৷ এরই মধ্যে বারবার সরগরম হয়েছে পরিস্থিতি। কিন্তু সীমান্তের উত্তাপ এখনও কমছে না। এরই মধ্যে উঠে এল বিস্ফোরক তথ্য৷ ডোকলাম থেকে ৯ কিলোমিটার পূর্বে একটি গ্রাম নির্মাণ করেছে চিন। ২০১৭ সালে ওই এলাকাতেই বিবাদে জড়িয়েছিল ভারত ও চিন। এখন সেখানেই আস্ত একটা গ্রাম গড়ে উঠেছে৷

   

বেজিংয়ের তরফে গ্রামটির নাম দেওয়া হয়েছে পাংডা৷ এটি ভুটান সীমান্তের কাছাকাছি বলেই সূত্রের খবর। যা ভুটানের আমো চু নদীর তীরেই অবস্থিত৷ এমনকি ওই গ্রামের কিছু অংশ ভুটানের বলেই জানা যাচ্ছে৷

বিশেষজ্ঞদের ধারণা, ওই জায়গায় চিনা ফৌজ গ্রাম নির্মাণ করে সহজে ডোকলাম এলাকায় আধিপত্য কায়েম করতে চাইছে৷ এমনকি খুব সহজেই শিলিগুড়ি করিডোরের কাছাকাছি চলে আসতে পারে৷

২০১৭ সালের ২৭ জুন একটি বিতর্কিত অঞ্চলে চিন রাস্তা নির্মাণ করতে গেলে প্রতিবাদ জানায় ভুটান৷ জানা যায়, চীন জুফেরি পাহাড়ের কাছে ভুটানের সেনা ক্যাম্পের সামনে ডোকালামে রাস্তা সম্প্রসারণের চেষ্টা করছিল। টানা ৭৩ দিন মুখোমুখি অবস্থান ছিল ভারত চিনের৷ সে সময় চিনা ফৌজ জোমপেলরি গিরিশিরা পর্যন্ত এগিয়ে আসার চেষ্টা করলেও ভারতীয় সেনার বাধায় তা সম্ভব হয়নি।

যদিও সেনার তরফে জানানো হয়েছে, ওই এলাকায় সেনা চিনা ফৌজের গতিবিধির ওপর নজর রেখেছে৷ যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য ভারতীয় সেনা সর্বদা প্রস্তুত৷ এমনটাই সেনার তরফে জানানো হয়েছে৷