National Herald: রাহুল গান্ধীর জেরা চলছে, দিল্লিতে কংগ্রেস-পুলিশ সংঘর্ষ

ন্যাশনাল হেরাল্ড (National Herald) কেলেঙ্কারি তদন্ত ও রাহুল গান্ধীকে (Rahul Gandhi’) জেরা এই নিয়ে গত তিন দিন ধরে ইডি দফতরের সামনে বিক্ষোভ চলছে। উত্তপ্ত দিল্লি।…

Rahul gandhi

ন্যাশনাল হেরাল্ড (National Herald) কেলেঙ্কারি তদন্ত ও রাহুল গান্ধীকে (Rahul Gandhi’) জেরা এই নিয়ে গত তিন দিন ধরে ইডি দফতরের সামনে বিক্ষোভ চলছে। উত্তপ্ত দিল্লি। ২৪ নম্বর আকবর রোডের বাইরে জারি ১৪৪ ধারা। সকাল থেকেই কংগ্রেস কর্মীদের ধরপাকড় শুরু করেছে দিল্লি পুলিশ।

বেলা গড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। ২৪ নম্বর আকবর রোডে প্রবেশ করল দিল্লি পুলিশ। চলল ধরপাকড়। গুন্ডাগিরি শুরু করেছে পুলিশ দাবি কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। কিন্তু কংগ্রেস দফতরে প্রবেশের ছবি কে অস্বীকার করেছে পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, এআইসিসির অফিসের সামনে একাধিক জন ব্যারিকেড ছোড়াছুড়ি করছিল। কিন্তু পুলিশ কংগ্রেস সদর দফতরে প্রবেশ করেনি। ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। যেভাবে সাংসদদের ওপর হামলা চালানো হয়েছে, সেই অভিযোগ জানিয়ে স্পিকার ওম বিড়লার দ্বারস্থ হতে চলেছে কংগ্রেস।

ঘটনায় সরব হয়ে অভিযোগ দায়ের করার অনুরোধ জানিয়েছেন কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা। আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারা দেশজুড়ে রাজভবন অভিযান করবে কংগ্রেস। জেলায় জেলায় চলবে বিক্ষোভ কর্মসূচি।

এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে কংগ্রেস দফতরে বৈঠকে বসেছেন কেসি ভেনুগোপাল, ভুপেশ বাঘেল, অধীর রঞ্জন চৌধুরী এবং রণদীপ সুরজেওয়ালারা।

কংগ্রেসের তরফে অভিযোগ, পার্টি অফিসে কর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল জানিয়েছেন, দেশজুড়ে কি পরিবেশ চলছে সেটা সবাই দেখতে পাচ্ছে। আমি আমার নিজের অফিসারদের এআইসিসি অফিসে আনতে পারছি না। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দেশে এই অবপস্থা এই প্রথমবার হচ্ছে।