মেঘালয়ে ভোটে না লড়েই বিরোধী দল তৃ়ণমূল, মমতার ভরসা পাহাড়ি মুকুল

পশ্চিমবঙ্গের বাইরে একমাত্র মেঘালয়ে (Meghalaya) তৃণমূল কংগ্রেসের শক্তি আছে বিধানসভায়। সরাসরি ভোটে না লড়েও কংগ্রেস ভাঙিয়ে এ রাজ্যের বিরোধী দল (TMC) টিএমসি। সেই শক্তি নিয়ে…

পশ্চিমবঙ্গের বাইরে একমাত্র মেঘালয়ে (Meghalaya) তৃণমূল কংগ্রেসের শক্তি আছে বিধানসভায়। সরাসরি ভোটে না লড়েও কংগ্রেস ভাঙিয়ে এ রাজ্যের বিরোধী দল (TMC) টিএমসি। সেই শক্তি নিয়ে মেঘালয়ে ভোট পরীক্ষা দিতে নামছেন (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ঘোষণা করেছে আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে ভোট।

  • মুকুল সাংমা মেঘালয়ে তৃ়ণমূূলের মুখ। তিনি বিরোধী দলনেতা
  • মুকুলকে ফের নিজেদের পক্ষে আনতে মরিয়া চেষ্টা শুরু করেছে কংগ্রেস।
  • তিনি কংগ্রেস ছেড়ে সদলবলে তৃণমূলে সামিল হতেই মেঘালয়ে প্রধান বিরোধী হয়েছে ঘাসফুল শিবির।

নির্বাচন কমিশনের তরফে ভোটের দিন ঘোষণার মাঝেই মেঘালয় সফরে গিয়ে মমতার ঘোষণা তিনি কোনও দুর্নীতির সাথে আপোষ করেননি।  আর তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন, মেঘালয় থেকে বিজেপি-এনপিপি জোট সরকার সরিয়ে তৃণমূলকে ক্ষমতায় আনতে হবে।

৬০ সদস্যের মেঘালয় বিধানসভা। এ রাজ্যে বাঙালিদেরও বসবাস। মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা এনপিপি নেতা কনরাড সাংমা আর বিরোধী দলনেতা ও তৃণমুলের মুকুল সাংমা দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই। ২০২১ সালে প্রাক্তন মু়খ্যমন্ত্রী মুকুল সাংমা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে সামিল হন বাকি বিধায়কদের নিয়ে। এ রাজ্যে তৃণমূল কংগ্রেস হয়ে যায় প্রধান বিরোধী দল। সেই অবস্থান থেকেই টিএমসি ভোটে লড়াই করতে চলেছে।

ভোটে না লড়েই বিরোধী দল হয়েছে টিএমসি। এবার ভোটে লড়াই করে মমতা দেবেন শক্তির পরিচয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গের বাইরে গোয়াতে গিয়ে করুণ হাল হয়েছে মমতার। মেঘালয়ের ভোটারদের মন পেতে ঢালাও প্রতিশ্রুতিতে দিলেও এ রাজ্যে দলবদলের ধাক্কা আদৌ মমতা সামলাতে পারবেন কিনা সেটি ফলাফল পরবর্তী সময়ে স্পষ্ট হবে। সূত্রের খবর মুকুল সাংমাকে নিজেদের পক্ষে ফিরিয়ে আনতে মরিয়া চেষ্টা শুরু করেছে কংগ্রেস।