‘মুক্ত’ করা হোক চিনে সাত বছর বন্দি যুবককে, আবেদন BJP সাংসদদের

বছর সাত আগে বন্দি হয়েছিলেন চিনের হতে। এখনও ছাড়া পাননি অরুণাচল প্রদেশের যুবক। এবার মুক্ত করার ব্যবস্থা নেওয়া হোক। আবেদন সাংসদের। অরুণাচল পূর্ব নির্বাচনী এলাকার…

বছর সাত আগে বন্দি হয়েছিলেন চিনের হতে। এখনও ছাড়া পাননি অরুণাচল প্রদেশের যুবক। এবার মুক্ত করার ব্যবস্থা নেওয়া হোক। আবেদন সাংসদের।

অরুণাচল পূর্ব নির্বাচনী এলাকার ভারতীয় জনতা পার্টির লোকসভা সাংসদ তাপির গাও বৃহস্পতিবার আবেদন করেছেন সরকারের কাছে। টাপোর পুলম প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অরুণাচল প্রদেশের একটি পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক বিষয় এটি। ২০১৫ সালের সেপ্টেম্বরে, টাপোর পুলম এবং তার বন্ধু চিন সীমান্তে ভেষজ সংগ্রহ এবং শিকারের জন্য গিয়েছিলেন। শিকার অভিযানে যাওয়ার সময় পুলমকে ধরে নিয়ে যায় চিন সেনা। বাড়ির ছেলেকে ফিরিয়ে আনার জন্য পুলমের পরিবার অনেক ছোটাছুটি করেছে। কিন্তু এখনও কাজের কাজ হয়নি।’

 

এরপরেই বিজেপি সাংসদের বক্তব্য, ‘যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত দুই বছরে পিএলএ- এর হাত থেকে ছয়জন অপহৃতকে (অরুণাচল প্রদেশ থেকে) মুক্ত করিয়েছেন, আমি তাই ভারত সরকারকে অনুরোধ করছি যে কেমাং গাঁও, মোনিগং, শি-ইয়োমি জেলা, অরুণাচল প্রদেশের টাপর পুলোমকে ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা নিক সরকার।’

প্রসঙ্গত, অরুণাচল প্রদেশেও এমন এক ঘটনা ঘটে। ১৭ বছর বয়সী মিরামকে গত ১৮ জানুয়ারি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে লুংটা জোর এলাকা থেকে ড্রাগন বাহিনী অপহরণ করে বলে অভিযোগ করা হয়। সেইসময় মিরাম তার বন্ধু জনি ইয়াইংয়ের সঙ্গে শিকার ভ্রমণে গিয়েছিলেন। ইয়াইং ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন এবং কর্তৃপক্ষকে বিষয়টি জানান।