Karntaka Election: মোকা ঘূর্ণির গতিতে ম্যাজিক ফিগার পার কংগ্রেসের, চিন্তিত মোদী-শাহ

গণনা (Karnataka Election) শুরুতেই ঘূর্ণি মোকার মত কংগ্রেসের ঝড় শুরু কর্নাটকে। ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় বেলা ৯টা পর্যন্ত কংগ্রেস (Congress) শতাধিক আসনে এগিয়ে। ম্যাজিক ফিগারের…

Congress celebrates impressive victory in South India ahead of Lok Sabha polls

গণনা (Karnataka Election) শুরুতেই ঘূর্ণি মোকার মত কংগ্রেসের ঝড় শুরু কর্নাটকে। ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় বেলা ৯টা পর্যন্ত কংগ্রেস (Congress) শতাধিক আসনে এগিয়ে। ম্যাজিক ফিগারের আসে পাশে ঘুরছে জাতীয় কংগ্রেস। প্রদেশ কংগ্রেস ভবনে টান টান উত্তেজনা চলছে। একই পরিস্থিতি (BJP) বিজেপিরও।

  কর্নাটকে একার শক্তিতে কংগ্রেস? আলোচনা তীব্র

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তৃতীয় দল জেডিএসের উপর নজর রাজনৈতিক মহলে। ভোটের চূড়ান্ত ফলাফলে হাড্ডাহাড্ডি অবস্থান হলে জেডিএসের উপর সরকার গড়তে নির্ভর করতে হবে। সেক্ষেত্রে জেডিএস কী অবস্থান নিতে পারে তাও লক্ষনীয়।

কী হয় কী হয় ভাব। কর্নাটক নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে কর্নাটকে কী হবে? কংগ্রেস ও বিজেপির মূল লড়াইতে চমক দেখাতে পারে জেডিএস। একক গরিষ্ঠতা না হলে জেডিএসের উপর নির্ভর করতে হবে। সেক্ষেত্রে জেডিএস ও কংগ্রেসের জোট হতে পারে বলেই মলে করা হচ্ছে।

ফলাফলের আগে, কংগ্রেস এবং বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাদের নিজ নিজ সরকার গঠনের দাবি করেছে। কংগ্রেসের রাজ্য প্রধান ডি কে শিবকুমার দাবি করেছেন যে কংগ্রেস ১৪১টি আসন জিতে ক্ষমতায় আসবে, অন্যদিকে বিজেপি বলেছে যে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। যদিও জেডিএস জানিয়েছে যে তারা ফলাফল ঘোষণার পরেই জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে।