চিন্তা বাড়িয়ে লাদাখে K-9 howitzers মোতায়েন করছে ভারত

পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। লাদাখে K-9 howitzers পাঠাচ্ছে ভারত। মধ্যে লাদাখ এবং চিন সীমান্ত লাগোয়া পূর্ব অংশে আধুনিক এই যুদ্ধাস্ত্র প্রেরণ করার কথা ভাবা হয়েছে…

K-9 howitzers

পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। লাদাখে K-9 howitzers পাঠাচ্ছে ভারত। মধ্যে লাদাখ এবং চিন সীমান্ত লাগোয়া পূর্ব অংশে আধুনিক এই যুদ্ধাস্ত্র প্রেরণ করার কথা ভাবা হয়েছে বলে সূত্রের খবর।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লাদাখ সেক্টরে হাউইৎজারগুলি সফলভাবে পরীক্ষা করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত বছর থেকেই এ ব্যাপারে ভাবনা-চিন্তা শুরু হয়েছিল। এই যুদ্ধাস্ত্র অধিক-উচ্চতা বিশিষ্ট এলাকায় ৪৫ কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। হাউৎসারের উপস্থিতি ভারতীয় সেনা বাহিনীর সামরিক বিভাগকে আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে।

প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, লার্সেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)-এর তরফে নির্মিত এই হাতিয়ারটি ফিল্ড ট্রায়ালের সময় ভারতীয় সেনাবাহিনীর চাহিদা মতো উতরে গিয়েছে। লাদাখের মতো রুক্ষ্ম পাহাড়ি এলাকাতেও এই যন্ত্র পারদর্শিতা দেখাতে পারবে বলে ধরে নেওয়া হয়েছে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, যথা সম্ভব ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে এই অস্ত্রটি তৈরি করা হয়েছে।

কিছু দিন আগেও সেনা পর্যায়ের বৈঠকে বসেছিল ভারত, চিন। ম্যারাথন বৈঠক গত আলোচনার তুলনায় ইতিবাচক বলেও দাবি করা হয়েছিল বিভিন্ন সূত্রের পক্ষ থেকে। কিন্তু পরিস্থিতি যে আদৌ সুবিধার নয় তা সম্প্রতি জানিয়েছে ভারতীয় সেনা প্রধান এমএম নারাভানে। তিনি বলেছেন, ‘আগামী দিনে সংঘাত আরও বাড়তে পারে। এখন যা দেখছেন তা ট্রেলার মাত্র।’ যদিও নারাভানে তাঁর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। আভাস দিয়েছিলেন শুধু।