অরুণাচলে মুখোমুখি ভারত-চিন, আহত দুই পক্ষের ৩০

ফের মুখোমুখি ভারত ও চিন (India-China clash)। অরুণাচল প্রদেশের (Arunachal Prades) সীমান্ত সংলগ্ন তাংওয়াং এলাকায় ভারতীয় সেনাদের ওপর হামলা লাল ফৌজের৷ কমপক্ষে ৩০ জনের আহত…

India-China clash in Arunachal Pradesh

ফের মুখোমুখি ভারত ও চিন (India-China clash)। অরুণাচল প্রদেশের (Arunachal Prades) সীমান্ত সংলগ্ন তাংওয়াং এলাকায় ভারতীয় সেনাদের ওপর হামলা লাল ফৌজের৷ কমপক্ষে ৩০ জনের আহত হওয়ার খবর জানা গেছে৷ জানা গেছে, ৯ ডিসেম্বর হামলার ঘটনা জানা গেছে৷ ঘটনায় দুই পক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হামলা চালায় চিনা ফৌজ। তখনই বাধা দিতে এগিয়ে যায় ভারতীয় সেনা। সেই সময় দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়৷ পরে তা রণক্ষেত্র আকার নিয়েছিল৷ সংঘর্ষের পরেই দুই পক্ষের সেনাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

   

উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল ভারত ও চিনের৷ দুই পক্ষের ৪০ জন সেনা আহত হয়েছিল৷ তারপর থেকে দীর্ঘ সময় ধরে যুযুধান ছিল দুই পক্ষ৷ দুই প্রতিবেশী দেশের সম্পর্কের তিক্ততা বেড়েই চলেছিল৷ দীর্ঘ সময় ধরে একাধিক দুই পক্ষের মধ্যে সেন পর্যায়ের বৈঠক হয়। এমনকি দুই পক্ষের পদাধিকারীদের মধ্যে বৈঠকে হয়। সেই বৈঠকে চিঁড়ে ভিজলেও এখন অরুণাচলে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে৷

সূত্রের খবর, সীমান্তরেখা বরাবর তাওয়াং সেক্টরে আগে থেকেই বচসা চলছিল৷ তাওয়াংয়ের বেশ কিছুটা অংশ কার? তা নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছিল। ২০০৬ থেকেই ঘটনার সূত্রপাত৷ এখন আবার নতুন করে সংঘর্ষে জড়াতে দেখা গেল দুই পক্ষের সেনাকে।