Tamil Nadu: প্রবল বৃষ্টিতে লন্ডভন্ড তামিলনাড়ু, আগামী ৪৮ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন চেন্নাই

Chennai: ভারত মহাসাগরের (indian ocean) বুকে তৈরি হওয়া গভীর নিম্নচাপের (depression) জেরে প্রবল বৃষ্টি চলছে তামিলনাড়ুতে (Tamil Nadu)। শনিবার সকালে মৌসম ভবন (moussm bhaban) তামিলনাড়ুতে…

Heavy rains in Tamil Nadu

Chennai: ভারত মহাসাগরের (indian ocean) বুকে তৈরি হওয়া গভীর নিম্নচাপের (depression) জেরে প্রবল বৃষ্টি চলছে তামিলনাড়ুতে (Tamil Nadu)। শনিবার সকালে মৌসম ভবন (moussm bhaban) তামিলনাড়ুতে লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর

তারা জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা এই রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজধানী চেন্নাইয়ে আগামী ৪৮ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ-সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠান। বেসরকারি সংস্থাকেও আগামী দু’দিন বন্ধ রাখার পরামর্শ দিয়েছে সরকার। পাশাপাশি সাধারণ মানুষকে জরুরি কোনও কাজ ছাড়া বাড়ির বাইরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার রাত থেকেই অতিভারী বৃষ্টি চলছে তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায়। শনিবার সকালেই মৌসম ভবন রাজ্যের ২৩ টি জেলার সর্তকতা জারি করে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি হবে পুদুচেরি, কাঞ্চিপুরম, চেঙ্গলপট্টু, কারিকল, তুতিকোরিন, চেন্নাই, তাঞ্জোরের মতো একাধিক জেলায়। আগামী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। প্রবল বৃষ্টির সঙ্গেই উপকূলবর্তী এলাকায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, ভারত মহাসাগরে তৈরি হওয়া এই গভীর নিম্নচাপের জেরে শুধু তামিলনাড়ু নয়, শনি ও রবিবার অন্ধপ্রদেশের দক্ষিণাংশ, কেরল ও কর্নাটকে বজ্রবিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম ভবন।