Gujarat Bridge Collapse: সেতু ভেঙে মৃত্যুপুরী মোরবি পরিদর্শনে মোদী, রাতভর হাসপাতাল সাফাই

সেতু বিপর্যয়ে মৃত্যুপুরী গুজরাটের মোরবি শহর। এখনও অন্তত শতাধিকের কোনও খোঁজ নেই। রবিবার সন্ধে নাগাদ যে সেতু বিপর্যয় হয়েছে (Gujarat Bridge Collapse) গুজরাটে তাতে ১৪১…

সেতু বিপর্যয়ে মৃত্যুপুরী গুজরাটের মোরবি শহর। এখনও অন্তত শতাধিকের কোনও খোঁজ নেই। রবিবার সন্ধে নাগাদ যে সেতু বিপর্যয় হয়েছে (Gujarat Bridge Collapse) গুজরাটে তাতে ১৪১ জনের দেহ মিলেছে এমনই বিভিন্ন সর্বভারতীয় গণমাধ্যমে। মঙ্গলবার ফের শুরু হবে উদ্ধার অভিযান। দুর্ঘটনাস্থলে যাবেন প্রধানমন্ত্রী। 

  • মোরবি দুর্ঘটনাস্থলে যাবেন প্রধানমন্ত্রী মোদী
  • তিনি শোকাতুর এমনই জানিয়েছেন
  • তড়িঘড়ি সেতু সারাই ও চালু করার অভিযোগ

এদিকে আরও অভিযোগ, মোদী হাসপাতালে যাবেন এই কর্মসূচি আসতেই সোমবার রাতভর হাসপাতালে শুরু হয় বিশেষ সাফাই অভিযান। এতে অনেক জখমকে তড়িৎ সরানো হয়েছে বলে অভিযোগ।

নির্বাচনের জন্যই কোনওরকমে সারাই করে মচ্ছু নদীর উপর সেতু খুলে দেওয়ার পরিণতিতে ভয়াবহু বিপর্যয়। এমনই অভিযোগ উঠেছে। 

১৮৭৯ সালে তৈরি ব্রিজটি মেরামতির জন্য সাত মাস বন্ধ ছিল। কংগ্রেসের অভিযোগ নির্বাচনের জন্য তড়িঘড়ি চালু করা হয়েছিল ব্রিজটি। চারদিন আগে ব্রিজ খুলে দেওয়ার পরেই পাঁচ দিনের দিন রবিবার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সেতু সারাই করা সংস্থার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নির্বাচনের মুখে এই দুর্ঘটনায় গুজরাট প্রশাসনের দিকেই বিস্তর অভিযোগের তীর যাচ্ছে। তদন্ত জারি রেখে অবিলম্বে পদক্ষেপ নিতে চাইছে গুজরাটের বিজেপি সরকার। ৮ জনকে আটক করার খবর পাওয়া যাচ্ছে। 

গুজরাট বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী (Modi) প্রবল বিড়ন্বনায়। রাজ্য জুড়ে একের পর এক প্রকল্প শিলান্যাসের যে কর্মসূচি নিয়েছে বিজেপি তারই অন্যতম ছিল মোরবি জেলায় ১৪২ বছরের পুরনো সেতুর সংস্কার। সেই সেতু সংস্কারের পর খুলে দিতেই বিপত্তি। রবিবার সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সেতুর উপর কমপক্ষে ৪০০ জন ছিলেন। ভোটের আগে মোদীকে খুশি করতেই এমন তড়িঘড়ি সেতু সংস্কার হয়েছে বলে অভিযোগ। সাম্প্রতিক সময়ে এত বড় বিপর্যয় আর ঘটেনি।          

পিটিআই ও এএনআই জানাচ্ছে, মোরবি জেলায় সেতু ভেঙে নিহতের সংখ্যা বাড়ছে।এই সেতু মেরামতি করে চার দিন আগে ফের খুলে দেওয়া হয়। আর পাঁচ দিনের মাথায় সেই সেতু ভাঙল।  ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা গিয়েছেন।

বিধানসভা ভোটের আগে এমন দুর্ঘটনার পর রাজ্যের শাসক বিজেপির দিকে সংস্কারমূলক কাজের ফিরিস্তি দেওয়ার পর তীব্র কটাক্ষ শুরু হয়েছে। দিন কয়েক আগে এই সেতু সংস্কার করে পুনরায় চালু করা হয়। সেই তথ্য দিয়ে নির্বাচনী প্রচার করেছে বিজেপি।