Cyrus Mistry: টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি ‘দুর্ঘটনায় নিহত’

দুর্ঘটনায় নিহত টাটা গোষ্ঠী প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি  (Cyrus Mistry)। মুম্বইয়ের কাছে পালঘরে সড়ক দুর্ঘটনার কারণে তিনি মারা যান বলে জানা যাচ্ছে। মুম্বই আহমেদাবাদ সড়কের…

দুর্ঘটনায় নিহত টাটা গোষ্ঠী প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি  (Cyrus Mistry)। মুম্বইয়ের কাছে পালঘরে সড়ক দুর্ঘটনার কারণে তিনি মারা যান বলে জানা যাচ্ছে।

মুম্বই আহমেদাবাদ সড়কের উপর পালঘরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে সাইরাস মিস্ত্রির গাড়ি। জানা যাচ্ছে ওই গাড়িতে আরও তিনজন ছিলেন। তাদের আরও একজন ঘটনাস্থলেই মৃত।

   

রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগেছিল সাইরাস মিস্ত্রির মার্সিডিজ। এর পর সেটি ছিটকে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা কোনওরকমে আরোহীদের উদ্ধার করেন। পরে রক্তাক্ত দেহগুলি স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ। চিকিৎসক সাইরাস মিস্ত্রি ও এক জনকে মৃত বলে জানান। আরও দুজনের চিকিৎসা চলছে। সাইরাস মিস্ত্রির দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে উদ্দেশ্যে রওনা দিয়েছেন পরিবারের লোকজন।

মৃত্যুকালে সাইরাস মিস্ত্রির বয়স হয়েছিল ৫৪ বছর। ২০১২ থেকে ২০১৬ অবধি টাটা গ্রুপের চেয়ারম্যানের পদ সামলেছেন তিনি। ভারতীয় উদ্যোগপতি পালোনজি মিস্ত্রির ছোট ছেলে সাইরাস। টাটা গ্রুপের ষষ্ঠতম চেয়ারম্যান ছিলেন তিনি।