Corona: ফের করোনার বাড়বাড়ন্তে আগেভাগে প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার

ফের একবার বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা(Corona)। প্রায় দু বছর ধরে বিশ্বজুড়ে মারণ খেলা শুরু করেছিল করোনাভাইরাস। মহামারী কাটিয়ে বেশ কিছুটা সুস্থ হচ্ছিল বিশ্ব। তবে ফের…

corona india

ফের একবার বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা(Corona)। প্রায় দু বছর ধরে বিশ্বজুড়ে মারণ খেলা শুরু করেছিল করোনাভাইরাস। মহামারী কাটিয়ে বেশ কিছুটা সুস্থ হচ্ছিল বিশ্ব। তবে ফের একবার করোনার বাড়বাড়ন্তে চিন্তার ভাঁজ বিশ্বজুড়ে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কোন রকম ফাক না রাখতে নারাজ ভারত সরকার। তাই আগেভাগেই করোনা মোকাবেলায় প্রস্তুতি তুঙ্গে।

করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে যথেষ্ট বিপর্যস্ত হয়ে পড়েছিল ভারত। এত সময় পরে লাগাম ছাড়া বেড়ে গিয়েছিল সংক্রমণ সঙ্গে দেখা দিয়েছিল অক্সিজেনের অভাব। যাতে করে এই পরিচিতি আবার না তৈরি হয় তার জন্য ইতিমধ্যেই কয়েক দফা বৈঠক করে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিমধ্যেই প্রতিটি রাজ্যকে অক্সিজেনের যোগান দেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি করোনা মোকাবেলার জন্য জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। করোণা সংক্রমণ ফির একবার ঠেকাতে চতুর্থ বুস্টার ডোজের পথে হাঁটতে চলেছে ভারত সরকার।

ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে চিন সহ পাঁচটি দেশ থেকে আগত যাত্রীদের RTPCR টেস্ট বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। দেশ জুড়ে ফের একবার কঠোর করা হয়েছে করোনা বিধি নিষেধ। ঘর থেকে বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশ দেওয়া হচ্ছে ফের আরো একবার।

সামনেই ক্রিসমাস এবং বর্ষবরণ। দেশে এই মুহূর্তে গড় আক্রান্তের সংখ্যা ১৫০ এর কাছাকাছি থাকলেও উৎসবে মরশুমে যাতে সংক্রমণ এক ঠাক্কায় অনেকটা না বেড়ে যায় এর জন্য কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় তরফ হয়ে চিঠি দিয়ে রাজ্যগুলিকে বলা হয়েছে, টেস্ট-ট্র্যাক্ট-ট্রিট-ভ্যাক্সিনেশন এর পাশাপাশি কোভিডের আচরণের দিকে লক্ষ্য রাখতে হবে মাস্ক ব্যবহারের পাশাপাশি হাত পরিষ্কার রাখা, শ্বাসযন্ত্রের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শারীরিক দূরত্ব মেনে চলার কথা বলা হয়েছে কেন্দ্রের চিঠিতে। কেন্দ্র তরফ থেকে রাজ্যগুলিকে পরীক্ষার সংখ্যাও বাড়ানো নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত হাসপাতাল গুলির পরিকাঠামো পর্যালোচনার জন্য ড্রাই রান করানোর পরামর্শ দেওয়া হয়েছে চিঠিতে। ভ্যাকসিন ও বুস্টার ডোজ যাতে সব মানুষ নেন সেই দিকেও নজর দিতে হবে রাজ্যগুলিকে।

ফের একবার মাথাচাড়া দিচ্ছে করোনা। যার ফলে আবারও একবার করোনা কবলে পড়েছে চিন। শুধুমাত্র ডিসেম্বরেই প্রথম কুড়ি দিনে সেখানে জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ অর্থাৎ ২৪.৮ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। চীনের অবস্থা লক্ষ্য রেখেই কেন্দ্র তরফে রাজ্য সরকারগুলিকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে পাশাপাশি কেন্দ্রের তরফ থেকেও প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে।