Adani issue: আদানি ইস্যুতে দেশজুড়ে পথে নামছে কংগ্রেস

সংসদের বাজেট অধিবেশনের পর থেকে আদানি ইস্যুতে (Adani issue) লাগাতার সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এবার সংসদের বাইরেও ঝাঁঝ বাড়াতে চলেছে কংগ্রেস।

Congress is starting movement across the country on Adani issue

সংসদের বাজেট অধিবেশনের পর থেকে আদানি ইস্যুতে (Adani issue) লাগাতার সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এবার সংসদের বাইরেও ঝাঁঝ বাড়াতে চলেছে কংগ্রেস। আজ, সোমবার আদানি ইস্যুতে দেশজুড়ে এলআইসি ও এসবিআই অফিসের বাইরে বিক্ষোভ কর্মসূচিতে নামতে চলেছে দেশের সবচেয়ে পুরাতন দল৷

সম্প্রতি আদানি গ্রুপকে নিয়ে হিন্ডেনবার্গের দেওয়া রিপোর্টকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শেয়ার বাজারে৷ এমনকি বিশ্বের ধনীতম ব্যক্তির পতন হয়েছে অতি দ্রুত। প্রশ্নের মুখে পড়েছে এলআইসি ও এসবিআই৷ যার ফলে বিরাট সমস্যার মুখে দেশের আম জনতা। সংসদ অধিবেশনের শুরু থেকেই সরব হয়েছে বিরোধীরা। বারবার মুলতুবি ঘোষণা হয়েছে সংসদের উভয় কক্ষেই। এবার সংসদের বাইরেও বিক্ষোভে নামছে কংগ্রেস। সংসদ ভবন থেকেই শুরু হবে এই কর্মসূচি।

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, একদিকে কংগ্রেস সাংসদরা সংসদের অন্দরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাবেন৷ অন্যদিকে, দিল্লিতে যুব কংগ্রেস পার্লামেন্ট পুলিশ স্টেশনের কাছে এসবিআই ও এলআইসি অফিসের বাইরে বিক্ষোভ দেখাবে। দেশের বিভিন্ন প্রান্তে রাজ্যের কংগ্রেস নেতারা পালন করবে এই কর্মসূচি।

আদানি ইস্যুতে সংসদের ভিতরে একজোট হয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি৷ যৌথ সংসদীয় কমিটি অথবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নজরদারিতে তদন্তের দাবিতে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। আজ কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থাকবে সমস্ত বিরোধী দলগুলি? প্রশ্ন উঠছে বিরোধী শিবিরের অন্দরেই।