AgustaWestland Scam: কপ্টার কেলেঙ্কারির ঘটনায় CBI চার্জশিটে প্রাক্তন অডিটর জেনারেল

মনমোহন সিং সরকার ২০১০ সালে ইতালি থেকে ১২টি অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার (AgustaWestland Scam) কেনার একটি চুক্তি সই করেছিল। ৩৬০০ কোটি টাকার ওই কপ্টার চুক্তি নিয়ে…

Former Auditor General in CBI chargesheet in helicopter scandal

মনমোহন সিং সরকার ২০১০ সালে ইতালি থেকে ১২টি অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার (AgustaWestland Scam) কেনার একটি চুক্তি সই করেছিল। ৩৬০০ কোটি টাকার ওই কপ্টার চুক্তি নিয়ে প্রথম থেকেই দুর্নীতি ও ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে। কপ্টার কেলেঙ্কারির ওই মামলায় বুধবার চার্জশিট পেশ করে সিবিআই। চার্জশিটে নাম রয়েছে দেশের প্রাক্তন অডিটর জেনারেল শশীকান্ত শর্মার।

এই চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন এয়ার ভাইস মার্শাল জসবীর সিং পানেসরের। চার্জশিট পেশ করার সঙ্গে সঙ্গেই সিবিআই প্রতিরক্ষা মন্ত্রককে অনুরোধ করেছে, প্রাক্তন অডিটর জেনারেল শশীকান্ত শর্মা এবং প্রাক্তন এয়ার ভাইস মার্শাল জসবীর সিং পানেসরের বিরুদ্ধে তদন্ত করার জন্য তাদের যেন অনুমতি দেওয়া হয়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

২০১০ সালে শশীকান্ত শর্মা ছিলেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তার আগে তিনি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব। দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ উঠায় ২০১৬ সালে কপ্টার কেলেঙ্কারির তদন্ত শুরু করে সিবিআইয়ের স্পেশল ইনভেস্টিগেশন টিম। ২০১৭ সালের ১ সেপ্টেম্বর এয়ার চিফ মার্শাল এসপি ত্যাগী ও আরও ১১ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

শুধু শশীকান্ত ও জসবীর নয়, সিবিআই এই কেলেঙ্কারির ঘটনায় ডেপুটি চিফ টেস্টিং পাইলট এসএ কুন্তে, টমাস ম্যাথু ও উইং কমান্ডার এন সন্তোষের বিরুদ্ধেও তদন্ত করতে চায়। সিবিআই। এদিকে সিবিআইয়ের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই চুক্তি করার ক্ষেত্রে ১২ জনকে ঘুষ দেওয়া হয়েছিল। যাদের মধ্যে বেশ কয়েকজন রাজনীতিবিদ। ইতালীয় সংস্থা ফিনমেকানিকা ভারতের জন্য যে কপ্টার তৈরি করেছিল তাতে চুক্তির বেশ কয়েকটি শর্ত মানা হয়নি।

মনমোহন সিং সরকারের আমলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিভিআইপিদের চড়ার জন্য ওই কপ্টার কেনার চুক্তি করেছিল ইউপিএ সরকার। ২০১২ সালে ইতালিতে প্রথম কপ্টার চুক্তির কেলেঙ্কারির কথা ফাঁস হয়। ২০১৩ সালে অগুস্তা ওয়েস্টল্যান্ডের সিইও ব্রুনো স্প্যাগনলিনি ইতালিতে গ্রেফতার হন। শেষ পর্যন্ত ২০১৪ সালের মনমোহন সিং সরকার ওই চুক্তি বাতিল করে দেয়।