HomeEntertainmentZee Bangla: শুরু হতেই একাধিক সিরিয়ালকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে পৌঁছালো নিম...

Zee Bangla: শুরু হতেই একাধিক সিরিয়ালকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে পৌঁছালো নিম ফুলের মধু

- Advertisement -

টিআরপির দৌড়ে কোথায় কার অবস্থান? বাংলা ধারাবাহিক হোক কিংবা হিন্দি প্রথমে থাকতে কে না চায় ?তবে সদ্য শুরু হওয়া কোন সিরিয়ালের পক্ষে প্রথম সপ্তাহতেই শীর্ষে থাকাটা বেশ চ্যালেঞ্জিং বই কি । শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে “নিম ফুলের মধু” ধারাবাহিক । সিরিয়ালের প্রধান চরিত্রে রয়েছে পল্লবী এবং রুবেল। দুজনেই বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ । এর আগে “কে আপন কে পর ” সিরিয়ালে জবা হিসেবে তাকে দেখা গিয়েছিল স্টার জলসায় ।অন্যদিকে জি বাংলাা(Zee Bangla) থেকেই ছোট পর্দায় পা রেখেছে এই ধারাবাহিকের নায়ক রুবেল দাস । 

সম্প্রতি মাত্র কিছুদিন হয়েছে জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক “নিম ফুলের মধু “শুরু থেকেই এই ধারাবাহিক নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল মানুষের মনে তবে বর্তমানে টিআরপি বলছে অন্য কথা ।শুরুতে অন্য ৫ টা ধারাবাহিকের গল্পের মত খানিক একঘেয়ে শাশুড়ি বৌমার মাঝের ট্রাজেডি মনে হলেও, ইতিমধ্যেই তা টিআরপির তালিকায় অনেক উপরে উঠে এসছে। যা থেকে বোঝাই যাচ্ছে ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা তৈরি করে ফেলেছে এই ধারাবাহিক। এখন দেখবার বিষয়, সদ্য শুরু হওয়া এই সিরিয়াল কতদিন নিজের জায়গা ধরে রাখতে পারে।

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular