Tollywood Gossip: পর্দার বাইরে গভীর সম্পর্কে টিপু-রঞ্জিনী

নতুন সম্পর্কের গন্ধে ম ম করছে টলিপাড়া। কানাঘুষো চলছে ধিংঙ্গীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে টিপু । যদিও রিল লাইফে রঞ্জিনীকে স্ত্রী হিসাবে মেনে নেয় নি সে…

arunima-and-indranil

নতুন সম্পর্কের গন্ধে ম ম করছে টলিপাড়া। কানাঘুষো চলছে ধিংঙ্গীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে টিপু । যদিও রিল লাইফে রঞ্জিনীকে স্ত্রী হিসাবে মেনে নেয় নি সে ( Tollywood Gossip ) । কিন্তু বন্ধু হিসাবে একে অপরের কাছাকাছি এসেছে তাঁরা। রিল লাইফের এই বন্ধুত্বে প্রেমের গন্ধ পাচ্ছে টলিপাড়া। এবিষয় রঞ্জিনী ওরফে অরুণিমাকে প্রশ্ন করে হলে তিনি জানান, ‘ এখনও পর্যন্ত আমরা শুধু বন্ধু। আসলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ার হওয়ায় দু’জন দু’জনকে ভালো রিলেট করতে পারি। আর একটি ছেলে ও একটি মেয়ে যখন বন্ধু হয় তখন সবাই অনেকরকম কথা বলে। আমাদের সময়ও তার অন্যথা হয়নি।

লাল শিফনের শাড়িতে মোহময়ী ইশা

   

‘সহচরী’ সেটে ডানা বেঁধেছে বন্ধুত্বের। ( Tollywood Gossip ) অভিনেতা ইন্দ্রনীলের কথায়, ‘অরুনিমা খুব ভাল মানুষ, ভাল অভিনেত্রী। ওর মতো সহ-অভিনেতা পাওয়ায় আমি খুবই লাকি। তবে লোকে বলছে এই বন্ধুত্ব একটি বেশি গভীর। একে অপরের ভাললাগা, খারাপলাগা সবই তারা মোটামুটি জানেন। এমনকি রোজ বাড়ি থেকে আনা টিপুর লাঞ্চ দু’জনে ভাগ করে খান।

অবশেষে পাহাড়ে মনের মানুষকে খুঁজে পেলেন তনুশ্রী

রিল টু রিয়েল টিপু-রঞ্জিনীর বন্ধুত্ব জমে উঠেছে। এদিকে চৌকাঠ পেড়িয়ে চাকরি করতে যাবে সই। মায়ের এই সাফল্যে খুশি টিপু।