Ukraine War: শয়ে শয়ে ইউক্রেনীয় উদ্বাস্তুকে ঢুকতে দিল না ব্রিটেন

ইউক্রেনের (Ukraine) মাটিতে রাশিয়ার সামরিক অভিযান গড়িয়েছে ১৩তম দিনে। সর্বাত্মক হামলার মুখে প্রাণ বাঁচাতে ইউক্রেন ছেড়েছেন দেশটির লাখ লাখ নাগরিক। প্রতিবেশী দেশগুলোসহ ইউরোপের অন্য দেশগুলোতেও…

UK refuses to drop visa requirement for Ukraine refugees

ইউক্রেনের (Ukraine) মাটিতে রাশিয়ার সামরিক অভিযান গড়িয়েছে ১৩তম দিনে। সর্বাত্মক হামলার মুখে প্রাণ বাঁচাতে ইউক্রেন ছেড়েছেন দেশটির লাখ লাখ নাগরিক। প্রতিবেশী দেশগুলোসহ ইউরোপের অন্য দেশগুলোতেও আশ্রয় নিচ্ছেন তারা। তবে নিজেদের সীমান্ত থেকে প্রায় ৩০০ ইউক্রেনীয়কে ফিরিয়ে দিল ব্রিটেন।

ফ্রান্সের ক্যালাইস থেকে ব্রিটেন প্রবেশের চেষ্টার সময় তাদের ফিরিয়ে দেওয়া হয়। জানিয়েছে বিবিসি। রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে ৫৮৯ জন ইউক্রেনীয় এই সীমান্তে এসেছেন। তাদের মধ্য থেকে ২৮৬ জনকে ঢুকতে দেওয়া হয়নি।

   

বিবিসি বলছে, ইউক্রেনীয় ফ্যামিলি স্কিমের অংশ হিসেবে এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার ৭০০ জন যুক্তরাজ্যে আসার জন্য আবেদন করেছেন এবং তাদের মধ্যে ৩০০ জনকে ভিসা দেওয়া হয়েছে।

সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, ব্রিটেন খুবই আন্তরিক দেশ কিন্তু কারা দেশে প্রবেশের চেষ্টা করছে, তাদের যাচাই বাছাই করে দেখতে চাই আমরা।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করেছে। লাখ লাখ মানুষ উদ্বাস্তু।