Kiyan Nassiri: এক ম্যাচের নায়ক হয়ে কোথায় হারিয়ে গেল কিয়ান

ডার্বির আকাশে এসেছিলেন উল্কার মতো। ইরানিয়ান ফুটবলের স্মৃতি উস্কে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় এনে দিয়েছিলেন তরুণ কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। সেই তিনি এখন কোথায়?  হুয়ান…

Kian Nasiri

ডার্বির আকাশে এসেছিলেন উল্কার মতো। ইরানিয়ান ফুটবলের স্মৃতি উস্কে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় এনে দিয়েছিলেন তরুণ কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। সেই তিনি এখন কোথায়? 

হুয়ান ফেরান্দো কোচ হয়ে আসার পর ম্যাচ টাইম পাচ্ছেন কিয়ান নাসিরি। পরিসংখ্যান বলছে চলতি মরশুমে মোট আটটি ম্যাচ খেলেছেন জুনিয়র নাসিরি। নামের পাশে রয়েছে তিনটি গোল। যারা এটিকে মোহন বাগান কিংবা ইন্ডিয়ান সুপার লিগের খেলা ফলো করেন তাঁরা জানেন না এই তিনটি গোল একটি ম্যাচে নাসিরি করেছিলেন। লাল হলুদের বিরুদ্ধে হ্যাটট্রিক ছিল। অর্থাৎ একটি ম্যাচে তিনটি গোল, বাকি সাতটি ম্যাচে ঝুলি শূন্য। 

   

জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচেও নাসিরির ওপর ভরসা করেছিলেন কোচ হুয়ান ফেরান্দো। কিন্তু তিনি গোল পাননি। আক্রমণে ঝাঁঝ বাড়িয়েও শিল্ড হাতছাড়া হয়েছে এটিকে মোহন বাগানের। 

বড় ম্যাচের নায়ক কিয়ান নাসিরিকে নিয়ে উড়েছিল প্রত্যাশার ফানুশ। লাইম লাইটে এসেছিলেন বছর একুশের তরুণ। কিন্তু ধারাবাহিকতা কোথায় ! 

ডার্বি ম্যাচে বহু ফুটবলারের উত্থান পতন দেখেছেন অভিজ্ঞ ফুটবল প্রেমীরা। অন্যান্য ম্যাচের তুলনায় ডার্বির গ্ল্যামার যে অতুলনীয় তা বলার অপেক্ষা রাখে না। রাতারাতি তারকা বনে যাওয়া খেলোয়াড় চলে যেতে পারেন সাইড লাইনের ধারে। কম বয়সী কিয়ানের প্রতি ফুটবল প্রেমীদের আস্থা, ভালোবাসা রয়েছে। তাঁরা নিশ্চই চাইছেন গোল করার বুট জোড়া আবার পায়ে দিক কিয়ান নাসিরি ।