East Bengal : কুয়াদ্রাত লাল-হলুদে আসায় খুশি এই তারকা ফুটবলার

গতকাল বহু জল্পনার অবসান ঘটিয়ে আগামী মরশুমের জন্য দলের নতুন কোচের নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal ) শিবির। আগামী দুই বছরের চুক্তিতে কলকাতার এই প্রধানের দায়িত্ব সামলাবেন কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)।

Carles Cuadrat and Cleiton Silva posing for a photo with East Bengal jerseys.

গতকাল বহু জল্পনার অবসান ঘটিয়ে আগামী মরশুমের জন্য দলের নতুন কোচের নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal ) শিবির। আগামী দুই বছরের চুক্তিতে কলকাতার এই প্রধানের দায়িত্ব সামলাবেন কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)। যার হাত ধরে একটা সময় আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। এমনকি সুপার কাপে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল বেঙ্গালুরু দলের। পরবর্তী সময় তিনি ডেনমার্কের একটি ক্লাবে চলে গেলেও এবার তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল শিবির।

গতকাল দুপুরের দিকে দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করে লাল-হলুদ শিবির। তার ঠিক ঘন্টা তিনেক পরেই নতুন কোচের নাম ঘোষণা করা হয় ক্লাবের ফেসবুক পেজ থেকে। যেখানে বলা হয় শর্তসাপেক্ষে আগামী দুই বছরের জন্য লাল-হলুদ পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছেন এই স্প্যানিশ কোচ। তাছাড়া মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আইএসএল জয়ী এই কোচ বলেন, ইস্টবেঙ্গল প্রধান কোচ হিসেবে আসতে পেরে আমি খুব গর্বিত।

ভারতীয় ফুটবলের এত ইতিহাস নিয়ে এই ক্লাব এত সাফল্য পাওয়ার পর আমাকে তাদের ভিশন এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে এটি খুবই আনন্দদায়ক বিষয়। তবে এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, আমি ভারতে ফিরে আসতে পেরে খুবই আনন্দিত। এমন একটি দেশ যাকে আমি খুব ভালোবাসি পাশাপাশি এখানে আমি বহু ঐতিহাসিক মুহুর্ত কাটিয়েছি। আমি আমার সমস্ত শক্তি দিয়ে এখানে কাজ করব।”

যা শুনে আনন্দে মেতে ওঠে আপামর লাল-হলুদ জনতা। তাদের সকলের আশা এবার হয়ত ঘুরবে ভাগ্যের চাকা। তবে শুধু সমর্থকরাই নন। কুয়াদ্রাতের আসার কথা জানতে পেরেই আনন্দে মেতে ওঠেন লাল-হলুদের নয়নের মনি ক্লেটন সিলভা। গত মরশুমের আইএসএলে মোট ১২ টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

টুর্নামেন্টের পরে তাকে রিলিজ করার কথা থাকলেও আরও একবছর তার সঙ্গে চুক্তি বাড়িয়েছে ইস্টবেঙ্গল। যারফলে, আগামী মরশুমে চেনা জার্সিতেই খেলতে দেখা যাবে এই তারকা কে। তবে এখানেই শেষ নয়। কার্লোস কুয়াদ্রাত লাল-হলুদে নতুন হলেও ক্লেটন সিলভা তার পুরোনো ছাত্র। পূর্বে বেঙ্গালুরু এফসি তে কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে ম্যাচ খেলেছেন এই তারকা ফুটবলার। এবার

তার সাথে খেলার সুযোগ পাওয়ায় যথেষ্ট খুশি তিনি। সেই আনন্দ ধরে না রাখতে পেরে নিজের স্যোশাল সাইটে কুয়াদ্রাতের কথা উল্লেখ করে হ্যাপি ইমোজি পোস্ট করেন তিনি। আগামী মরশুমে গুরু-শিষ্যের মিলিত প্রয়াস দলের ক্ষেত্রে কতটা কল্যাণকর হয়, সেটাই দেখার।