Tanusree Chakraborty: অবশেষে পাহাড়ে মনের মানুষকে খুঁজে পেলেন তনুশ্রী

প্রেমের পরার কোনও বয়স হয় না। স্থান, কাল- এসব ফর্মূলা মানে না ভালভাবা। তাইতো কলকাতা ছেড়ে পহাড়ে নিজের ‘চির সখা’কে খুঁজে পেলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী…

Tanusree Chakraborty

প্রেমের পরার কোনও বয়স হয় না। স্থান, কাল- এসব ফর্মূলা মানে না ভালভাবা। তাইতো কলকাতা ছেড়ে পহাড়ে নিজের ‘চির সখা’কে খুঁজে পেলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty) । তবে গোটাটাই পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের চারফ্রেমে। ‘চির সখা হে’ সিনেমায় বাঁধছে তনুশ্রী ও ইশান।

কার্শিয়াং এর কুয়াশা ঘেরা পাহাড়। পাইন গাছের সারি। সেই পথেই চলছে “চিরসখা হে…” এর শ্যুটিং। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী।তনুশ্রী ছাড়াও রয়েছেন ঈশান মজুমদার , মিঠু চক্রবর্তী বরুণ চন্দ প্রমুখ।ছবির গল্পে উঠে আসবে এক তরফা ভালোবাসা এবং অভিমান।ঈশান ও তিলত্তমার প্রেম রং পাবে পাহাড়ের কুয়াশা ঘেরা পথে। ( Tanusree Chakraborty ) তিলত্তমা নিজের ভালোবাসা হারিয়ে একাকিত্বের দিন কাটাতেন। সেই সময় তাঁর জীবনে ঈশান আসেন মুক্ত বাতাস হয়ে। তাদের ভালোবাসার কী পরিণতি হয়,তা জানতে হলে ছবি ‘চিরসখা হে’ দেখতেই হবে।পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি বছরে মুক্তি পাবে এই ছবি।

   

গুরুতর আহত সুপ্রিয়া দেবীর নাতি শেন

অভিনেত্রী জানাচ্ছেন, ‘ চির সখা হে’ ভালবাসার গল্প। এখানে সবার সঙ্গে সবার একটা সম্পর্ক রয়েছে। এখানে আমি একজন বিধবার চরিত্রে অভিনয় করেছি। বরুণ চন্দ আমার উকিল সে আমার কেস লড়ছে। তবে এসবের মাঝে দারুন একটা ট্যুয়িস্ট আছে। যা জানতে হলে দেখতে হবে চিরসখা।

‘বাস্তবে সিদ্ধার্থ একদমই কেয়ারিং নয়’ মিঠাই

এক বনেদি পরিবারের ছেলে হল ঈশান।ছোট বেলায় সে নিজের বাবাকে হারিয়েছে।বছর দুয়েক হলো জেঠু শিবাশিস ও মা অলোকার সঙ্গে ঈশান কলকাতার বাড়ি ছেড়ে,তাদের আদিবাড়ি উত্তরবঙ্গে রয়েছেন।ঈশানের জেঠু শিবাশিষ উকিল।ঈশান পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার। ( Tanusree Chakraborty ) ছবিটাও বেশ ভালোই আঁকে সে।অন্য দিকে,তিলোত্তমার স্বামী মারা গেছে বছর সাতেক আগে।শুধু তাই নয়,তিলোত্তমা’র ব্যক্তিগত জীবনে রয়েছে এক মর্মান্তিক সত্য। প্রায় সময়ের কাছে হার মেনে নেওয়া তিলোত্তমার কুয়াশাচ্ছন্ন জীবনে,আচমকাই একদিন মিঠে রোদের মতন উপস্থিত হয় ঈশান। একতরফা ভালোবাসা, মান অভিমান, এই সবকিছুর শেষে, তাঁরা কি পারে সমস্ত বাধা অতিক্রম করে একসাথে থাকতে?এই নিয়েই তৈরি হয়েছে পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের ছবি “চিরসখা হে…”