Ishaa Saha: লাল শিফনের শাড়িতে মোহময়ী ইশা

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্টেও সমান পারদর্শী ইশা সাহা (Ishaa Saha)। ওয়েস্টার্ন পোশাকের পাশাপাশি ইন্ডিয়ান পোশাকেও তিনি বেশ স্বাচ্ছন্দ্য। বিকিনি কিংবা মিনি স্কার্টে উন্মুক্ত শরীরে নয়…

Ishaa Saha 1 Ishaa Saha: লাল শিফনের শাড়িতে মোহময়ী ইশা

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্টেও সমান পারদর্শী ইশা সাহা (Ishaa Saha)। ওয়েস্টার্ন পোশাকের পাশাপাশি ইন্ডিয়ান পোশাকেও তিনি বেশ স্বাচ্ছন্দ্য। বিকিনি কিংবা মিনি স্কার্টে উন্মুক্ত শরীরে নয় বরং ইন্ডিয়ান পোশাকে বরাবরই নজর কাড়তে সিদ্ধহস্ত অভিনেত্রী। এবারও ঘটেনি তার কোনও ব্যাতিক্রম।নতুন ফটোশ্যুটে অভিনেত্রীকে দেখা গেল লাল শিফনের শাড়িতে।ছিপছিপে শরীরে মায়া ভরা চোখ আরও সেক্সি করে তুলেছে ইশাকে।

অবশেষে পাহাড়ে মনের মানুষকে খুঁজে পেলেন তনুশ্রী

   

বিতে অভিনেত্রীকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা।লাইক ও কমেন্টের সংখ্যাও হু হু করে বেড়ে যাচ্ছে।শুধু ফটোশ্যুটেই নয়,কেরিয়ারের শুরু থেকে অভিনয় দক্ষতা দিয়ে নিজের অন্য একটা ফ্যানবেস তৈরি করে নিয়েছেন ইশা।যত দিন যাচ্ছে ততই যেন সুন্দরী হয়ে উঠেছেন অভিনেত্রী।প্রযোজক অভিনেতা দেবের ‘কাছের মানুষ’ ছবিতে দেব ও প্রসেনজিৎ-এর সঙ্গে দেখা যাবে ইশাকে।

বাড়ির পুজোয় মনের মানুষের সঙ্গে শ্রাবন্তী

সদ্যই শেষ হয়েছে ছবির শ্যুটিং।কাছের মানুষ ছাড়াও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গুপ্তধন’ সিরিজের তিন নম্বর ছবিতেই অভিনয় করছেন ইশা।এছাড়াও ইশার পাইপলাইনে রয়েছে অরিন্দম শীলের ছবি ‘মহানন্দা’।মহাশ্বেতা দেবীর এই বায়োপিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইশা।শ্যুটিং এর ফাঁকে সদ্যই ইশাকে দেখা গিয়েছে ওয়াইনের গ্লাস ঠোঁট ছুঁয়ে,আনমনে রিলাক্স মুডে ধরা দিতে।যা দেখে মুগ্ধ অভিনেত্রীর ইন্সট্রা পরিবারের সদস্যরা।