Tollywood: প্রথম দিনেই দেব-পরমব্রত-শুভশ্রীকে হারিয়ে দিল আবিরের কর্ণসুবর্ণের গুপ্তধন

পূজার মুখে আজ মুক্তি পেয়েছে টলিউড (Tollywood) ও বলিউড মিলিয়ে বেশ কিছু ছবি। তার মধ্যে টলিউডের রয়েছে ‘কাছের মানুষ’, ‘বৌদি ক্যান্টিন’, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’, ‘মিশন এভারেস্ট’।…

Karnasuvarna Gupta Dhan

পূজার মুখে আজ মুক্তি পেয়েছে টলিউড (Tollywood) ও বলিউড মিলিয়ে বেশ কিছু ছবি। তার মধ্যে টলিউডের রয়েছে ‘কাছের মানুষ’, ‘বৌদি ক্যান্টিন’, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’, ‘মিশন এভারেস্ট’। সবকটি সিনেমাতে রয়েছে বাংলা ইন্ডাস্ট্রির সব তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা।

তাই স্বভাবতই প্রতিটি সিনেমায় প্রেক্ষাগৃহে কেমন ব্যবসা করছে তাই নিয়ে থাকবে একটি প্রতিযোগিতা। তবে ছবি মুক্তির আগেই গতকাল ‘কর্ণসুবর্ণের গুপ্তধনের’ প্রযোজক সংস্থা অর্থাৎ এসভিএফ এর তরফ থেকে জানানো হয়েছিল যে মুক্তির আগেই প্রায় ২৫ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।

সেই ভাবেই শোনা যাচ্ছে প্রথম দিনে সব কটি সিনেমাকে পিছিয়ে ফেলে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে সোনা দা অর্থাৎ আবির চ্যাটার্জি অভিনীত ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। তারপরেই রয়েছে ঋত্বিক রোশন এবং সাইফ আলী খান অভিনীত তামিল ছবি ‘বিক্রম বেধা’।

কিন্তু অন্য সব বাংলা চলচ্চিত্র গুলো এখনো বেশ কিছুটা পিছিয়ে। দেবের প্রযোজনায় ‘কাছের মানুষ’ও বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। তবে অন্য সিনেমাগুলোর প্রযোজনার সংস্থার দাবি যে এখনো পুজো পুরোপুরি শুরু হয়নি। পুজো শুরু হতে হতে এই সমীকরণ অনেকটাই বদলে যাবে।