Sports desk: গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে আইএসএল টুর্নামেন্টে এসসি ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়ন সিটি এফসি ম্যাচ গোলশূন্যতে ড্র। এই ড্র’র ফলে টানা তৃতীয় ম্যাচে জয় হাতছাড়া করে বসলো চেন্নাই এর দল। ড্র’র সুবাদে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। এসসি ইস্টবেঙ্গল ১ পয়েন্ট লাভ করেছে।
টানা তিন ম্যাচে ১০ গোল বদহজমের রোগে লাল হলুদ রুক্ষণ। চতুর্থ ম্যাচ ঘরের বাঁধন আটোসাটো করে আক্রমণে যাওয়ার কৌশল হোসে মানুয়েল দিয়াজের।
টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচের ৭৪ মিনিটে লাল হলুদ শিবির গোলের দুরন্ত সুযোগ হাতছাড়া করে। রাজু গায়কোওয়াড় বক্সের ভিতরে গোলের সুবর্ণ সুযোগ পায়, ডারভিসেভিচের ফ্রিকিক থেকে, বল মাটিতে পড়ে যায় এবং বল বারের ওপর দিয়ে চলে যায়।
দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই লড়েছে। কিন্তু গোলের লকগেট কেউই খুলতে পারেনি। ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড পেরোসেভিচও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। চেন্নাইয়ন সিটি এফসিও গোলের সুযোগ তৈরি করেও গোল করতে পারে নি।
তলানিতে ঠেকে যাওয়া আত্মবিশ্বাস থেকে আজকের ম্যাচ ড্র তবুও সাত্ত্বনার, গোল হজম করতে হয়নি। এদিনও ম্যাচে নিঃস্পৃহ চিমা। নামেই চিমা, ঝাঁঝ নেই সমর্থকদের সাফ কথা।
আগামী মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ, তিলক ময়দানেই লাল হলুদের। আজকের ড্র ম্যাচ, টুর্নামেন্টে অন্ততপক্ষে ভাল পজিশনে তুলে আনতে পারবে আগামী দিনে দলকে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে লাল হলুদ সমর্থকদের মধ্যে। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ ধরে এগোলে এখনও রাউন্ড ১১’তে এসসি ইস্টবেঙ্গলের হাতে ম্যাচ পড়ে রয়েছে ৬ ম্যাচ।