Weather: দুর্বল হয়েছে সিত্রাং, আজ কেমন থাকবে বাংলার পরিস্থিতি

Weather update:দীপাবলির রাতেই পশ্চিমবঙ্গের কান ঘেঁষে বেরিয়ে গিয়ে ওপার বাংলায় তান্ডব চালিয়েছে সিত্রাং। ইতিমধ্যেই ল্যান্ডফল হয়েছে এই সাইক্লোনের। বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা ও সন্দীপ আইল্যান্ডের…

weather Kolkata city taxi

Weather update:দীপাবলির রাতেই পশ্চিমবঙ্গের কান ঘেঁষে বেরিয়ে গিয়ে ওপার বাংলায় তান্ডব চালিয়েছে সিত্রাং। ইতিমধ্যেই ল্যান্ডফল হয়েছে এই সাইক্লোনের। বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা ও সন্দীপ আইল্যান্ডের মাঝে ল্যান্ডফোন হয় শক্তিক্ষয় হয়েছে সিত্রাং এর। এইবারের মতো রক্ষা পেল বাংলা। সিত্রাংয়ের তেমন কোন প্রভাব পড়েনি বাংলায় তবে বেশ কিছু জায়গায় প্রবল বেগে হাওয়া ও বৃষ্টি হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে বাংলাদেশের তান্ডবে চালিয়ে লন্ডভন্ড করেছে সিত্রাং। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েনি বাংলায়। কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও ঝড়ো হাওয়া ছাড়া তেমন কিছুই প্রভাব লক্ষ্য করা যায়নি। তবে আজ মঙ্গলবার বাংলার উপকূলবর্তী এলাকা গুলিতে ঝোড়ো হাওয়া বইবে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

 এক ধাক্কায় পারদ নেমেছে কলকাতার। আজ মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকছে অনেকটাই কম। আজ থেকেই আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে বঙ্গে। মঙ্গলবার সকাল থেকেই রোদ্দৌজ্জ্বল আকাশের দেখা মিলেছে।

প্রসঙ্গত,সিত্রাং শক্তি খুইয়ে এখন অনেকটাই দুর্বল। বাংলাদেশ আছড়ে পড়ার পর উত্তর এবং উত্তর-পূর্ব দিকে দ্রুত এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। তবে সাইক্লোন থেকে শক্তি ক্ষয় করে তা এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা ক্রমে আরো উত্তর পূর্ব দিকে সরে গিয়ে আরো দুর্বল হতে শুরু করেছে। আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উপকূল চক্রবর্তী অঞ্চলের সমুদ্র উত্তাল থাকবে। তাই আজ মৎস্যজীবীদের সমুদ্রের যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদেরও সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ দুপুরে পর থেকেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পরিস্থিতিতে অনেকটাই ভয়ঙ্কর। তান্ডব চালিয়ে তছনছ করে দিয়েছে। প্রভাব পড়েছে বাংলাদেশের ১৩ টি জেলায়। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, সিত্রাং এর প্রভাবে ঝড়-বৃষ্টি হচ্ছে ওপার বাংলায়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনো পর্যন্ত কুমিল্লায় ৩ জন, ভোলায় ২ জন, বরগুনায় ১ জন, সিরাজগঞ্জের ২ জন এবং নড়াইলে ১ জন-সহ মোট ন’জনের মৃত্যু হয়েছে। গাছ উপরে পড়েছে রাস্তায় যার ফলে যানবাহন‌ চলাচল প্রায় বন্ধ। সোমবার সকাল থেকেই ওপার বাংলায় ঝড়ো হাওয়া শুরু হয় সঙ্গে দোসর ছিল ভারী বৃষ্টি। দিন পেরিয়ে 

,সন্ধ্যা পেরিয়ে রাত যত বেড়েছে, ক্রমেই হাওয়ার তাণ্ডব বাড়তে থাকে বাংলাদেশে। এই ঘুনি ঝড়ের প্রভাবে সারা বাংলাদেশ জুড়ে অতি ভারী বৃষ্টি হচ্ছে যার ফলে জল জমে বিপর্যস্ত হয়েছে জনজীবন।