Alipurduar: এখনও বন্ধ বিখ্যাত ভুটান গেট, ভারতীয় ব্যবসায়ীরা মাছি মারছেন

সীমান্তের ওপারে ভুটান (Bhutan) এখনও তেমন উন্মুক্ত নয়। করোনায় দীর্ঘ সময় মৃত্যুহীন তকমা নিয়ে নজির গড়া ভুটানে এবার বাড়ছে কেভিড মৃত্যু। এর ফলে সীমাম্ত খুলতে…

সীমান্তের ওপারে ভুটান (Bhutan) এখনও তেমন উন্মুক্ত নয়। করোনায় দীর্ঘ সময় মৃত্যুহীন তকমা নিয়ে নজির গড়া ভুটানে এবার বাড়ছে কেভিড মৃত্যু। এর ফলে সীমাম্ত খুলতে রাজি হয়নি প্রতিবেশি দেশ। বন্ধ আলিপুরদুয়ার (Alipurdwar) জেলার বিখ্যাত ভুটান গেট। এর জেরে সীমান্ত শহর জয়গাঁ ও ভুটানের ফুন্টশোলিংয়ের মধ্যে বাণিজ্যিক লেনদেনের তেমন নেই।

ভুটান গেট বন্ধ থাকায় দুই দেশের বিখ্যাত সীনান্ত বাণিজ্য ও স্থানীয় বাজারে বিরাট ক্ষতি। দক্ষিণ এশিয়ার অন্যতম স্থলবন্দর ভুটান গেট না খোলায় ভারতীয় ব্যবসাদারদের অবস্থা খারাপ। কারণ, ভুটানের যাবতীয় ব্যবসায়িক পণ্যের লেনদেনের বড় অংশ হয় এই এলাকায়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বু়ধবার কলকাতায় বিশ্ব বঙ্গ শিল্প-বাণিজ্য সম্মেলনে যোগদান করেছিল ভুটান। কিন্তু সেই ভুটানের গেট বন্ধ হয়ে যাওয়ায় জয়গার প্রায় ৬০ শতাংশ দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। অনেক বিক্রেতাই অন্যান্য রাজ্যে গিয়ে রোজগার শুরু করেছেন। ভুটান গেট খোলেনি। তাই জয়গাঁর অর্থনীতি যত দিন যাচ্ছে ততই তা আরও তলানিতে যাচ্ছে বলে অভিযোগ।

গত দু’বছরে ভুটান গেট বন্ধ থাকায় জয়গাঁর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বেশ চিন্তিত আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক মহল। জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জানিয়েছেন, ভুটান গেট খুললে তবেই জয়গাঁর স্থানীয় অর্থনীতি আবার আগের মতো ফিরিয়ে আনা সম্ভব। এৃ জন্য আলিপুরদুয়ার জেলা প্রশাসন ভুটানের চুখা জেলার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় চেষ্টা চালাচ্ছে। কিন্তু এটা আন্তর্জাতিক বিষয়। এ নিয়ে বিজেপির সাংসদ-মন্ত্রীদের উদ্যোগী হওয়া প্রয়োজন। আলিপুরদুয়ার থেকে নির্বাচিত সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী তো নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছেন বলে কটাক্ষ করা হয়েছে।

ভুটান গেট বন্ধ থাকায় শুধুমাত্র আমদানির ক্ষেত্রে না রপ্তানির ক্ষেত্রেও বিরাট প্রভাব পড়েছে। কমেছে রপ্তানির পরিমাণ। আর তাতেই মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।