Suvendu Adhikari: মমতাকে সরাতে শুভেন্দু চান মীনাক্ষী-শতরূপদের

কেন্দ্রের সরকারের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ আবার রাজ্যের সরকারের দুর্নীতির বিরুদ্ধে ধর্নায় বসল বিজেপি৷

Suvendu Adhikari with Meenakshi Mukherjee and Shatarup Ghosh

কেন্দ্রের সরকারের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ আবার রাজ্যের সরকারের দুর্নীতির বিরুদ্ধে ধর্নায় বসল বিজেপি৷ এই দুয়ের মাঝে বুধবার দুই ইস্যুতেই পথে নেমেছিল বামেরা৷ মাঝপথে তাঁদের সঙ্গী হয়ে গেল কংগ্রেস৷ রাজপথের মিছিলে মাঝপথে জোট যেমন পঞ্চায়েত নির্বাচনের আগে ইতিবাচক বার্তা দিল, তেমনই বাম-কংগ্রেস নেতাদের নাম মুখে এনে জল্পনা বাড়িয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এদিন শ্যামবাজারের সভা থেকে বিরোধী দলনেতাকে বলতে শোনা গেল, শতরূপ ভাই, মীনাক্ষী বোনেরা কি নো ভোট টু মমতা স্লোগান দেবেন? তাহলেই মানুষ তার নিজের পছন্দ বেছে নিতে পারবে। এখানেই শেষ নয়, বেছে বেছে কৌস্তভ বাগচিদের মতো যুব নেতাদের আহ্বান জানালেন৷ আর তাতেই বিরাট জল্পনা শুরু হয়েছে৷

গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে নো ভোট টু বিজেপি চলেছিল রাজ্যজুড়ে। একইভাবে দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের বিরুদ্ধে প্রচার করতে এবার নো ভোট টু মমতা স্লোগানকে হাতিয়ার করতে চান শুভেন্দু। কিন্তু এই আন্দোলনের মুখ কে হবেন? সেটা মানুষের ওপরেই ছেড়ে দিতে বললেন শুভেন্দু৷

রাজনৈতিক মহলের ব্যাখা, রাজ্যজুড়ে বিজেপির সংগঠন একেবারে নড়বড়ে৷ সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে ৭৫ শতাংশ আসনে প্রার্থী দিতে পারবে না৷ নীচুতলার সংগঠনের কথা ভেবেই বাকিদের কাছে চাইলেন শুভেন্দু। তবে আক্রমণ অবশ্য করতে বাকি রাখেননি৷ তিনি বলেন,মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নেপো হয়ে দই মারতে এসেছে। আমরা লড়াই করব, রাস্তা পরিষ্কার করব আর তোমরা বলবে ইনকিলাব? লাল সেলাম? মনে করিয়ে দিলেন কীভাবে বাম দূর্গের অবসান ঘটিয়েছিলেন৷ এখন সেই বামেদের হাত ধরতে চাইলেন শুভেন্দু।