আরাবুল-পুত্রকে নিরাপত্তা দিয়ে ভাঙড়কে কলকাতা পুলিশে আনল রাজ্য সরকার

Arabul Islam, Hakimul Islam

নিরাপত্তা পেলেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম ( Arabul Islam Son Hakimul Islam)। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছিলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসার পর হুমকি পেয়েছেন হাকিমুল। একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী দেওয়া হচ্ছে আরাবুলপুত্রকে।

ভাঙড়ের যুব নেতা হাকিমুল। তাঁকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। হাকিমুলের পাশাপাশি তৃণমূল নেতা খইরুল ইসলাম, এহসান মোল্লাকেও একজন করে নিরাপত্তারক্ষী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সশস্ত্র নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।

   

আরও পড়ুন: ‘ভাঙড়ে তো আরাবুল হেরে গিয়েছে তাও কিছু বলিনি’ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভোটপর্ব থেকে ভাঙড়ে অশান্তিতে বড় সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নেওয়ার নির্দেশ কলকাতা পুলিশের সিপি-কে ।

আরও পড়ুন: ২১ জুলাই সমাবেশে ভাঙড় যেন ভ্যানিশ! ফের লাশ পড়ার আতঙ্ক

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যের যে কটি জায়গায় সবথেকে বেশি হিংসার ঘটনা ঘটেছে, তার মধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এই এলাকায় পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা থেকে শুরু করে মনোনয়ন পর্ব, ভোটের দিন এবং পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পরও অশান্তি অব্যহত রয়েছে। এই ঘটনাস্থল পরিদর্শনে গেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

পঞ্চায়েত ভোট নয়, এর আগেও একাধিক ঘটনায় উত্তাল হয়েছে ভাঙড়। এই পরিস্থিতিতেই ভাঙড়কে নিয়ে নতুন ডিভিশন করার নির্দেশ দেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন