‘ভাঙড়ে তো আরাবুল হেরে গিয়েছে তাও কিছু বলিনি’ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভোট পর্ব চলাকালীন সময় থেকে গণনা পর্ব পর্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। গণনার দিন প্রকাশ হয়েছে আইএসএফ প্রার্থীর দ্বারা পঞ্চায়েতে হেরে গিয়েছেন আরাবুল ইসলাম। মমতা…

ভোট পর্ব চলাকালীন সময় থেকে গণনা পর্ব পর্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। গণনার দিন প্রকাশ হয়েছে আইএসএফ প্রার্থীর দ্বারা পঞ্চায়েতে হেরে গিয়েছেন আরাবুল ইসলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রেস কনফারেন্সে ভাঙড়ে সম্বন্ধে বেশ কয়েকটি মন্তব্য করেন।

তিনি জানিয়েছেন, ভাঙড়ে গন্ডগোল হয়েছে ওখানে জিতেছে বিরোধী দল আমরা জিতিনি ওরা আমাদের সিট কেড়ে নিয়েছে। ভঙড়ে তো আরাবুল হেরে গিয়েছে তাও কিছু বলিনি।

তিনি আরো বলেন, যদি কোথাও কোন ভুল ভ্রান্তি হয় মনে রাখবেন গণতন্ত্রটা সবাইকে নিয়ে। এক দফাতো মানুষ কাজ করছে না এখানে কোঅর্ডিনেসন কমিটির অনেক লোক আছে সরকারি কর্মচারী। তারাও তো অনেক জায়গায় ব্যালট পেপারে সই করেনি। তাহলে আমাদের কত ব্যালট বাতিল হয়েছে দোষটা কার। তাহলে তার বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়া হবে না কেন।

তিনি আরো বলেন, একটা সাধারন মানুষ ভোট দিতে গিয়ে দেখবে যে কোন সিগনেচারটা আছে কোন সিগনেচারটা নেই। এতটা যদি সবাই বুঝতো তাহলে নিম্নবিত্ত মানুষ আর উচ্চবিত্ত মানুষের মধ্যে এত ভেদাভেদ থাকত না।

এর সঙ্গেই তিনি বলেন, এই ভোটটা হয় ব্যালট বক্সে ব্যালটের মাধ্যমে তিনটে কাগজ থাকে। তারা ভোট দিয়ে অভ্যস্ত ইভিএম মেশিনে। কিন্তু এখানে যিনি পিসাইডিং অফিসার বা কাউন্টিং এজেন্ট এগুলো তো তাদের আগে থেকে ইন্সট্রাকশন দিয়ে করা উচিত।

মুখ্যমন্ত্রী আরো বলেন, এই জন্যই আমাদের তৃণমূল কংগ্রেসের অনেকগুলি সিটে ৫০ টা ১০০ টা করে ভোট বাতিল হয়েছে। তাও পার্টি-শৃঙ্খলাবদ্ধ আছে বলে আমরা কাউকে কোথাও কোনো গন্ডগোল ঘেরাও করতে সাহস দিইনি। আমরা চেয়েছিলাম শান্তির পথে প্রোগ্রামটা হোক।