East Bengal : প্রভসুখান গিলকে পেয়ে ‘বিস্ফোরক’ কোচ কুয়াদ্রাত

আসন্ন তিনটি মরশুমের জন্য তরুণ গোলরক্ষক প্রভসুখান সিং গিলকে (Prabhsukhan Singh Gill) নিজেদের দলে টেনেছে লাল-হলুদ (East Bengal) শিবির।

Carles Cuadrat Prabhsukhan Singh Gill

আসন্ন তিনটি মরশুমের জন্য তরুণ গোলরক্ষক প্রভসুখান সিং গিলকে (Prabhsukhan Singh Gill) নিজেদের দলে টেনেছে লাল-হলুদ (East Bengal) শিবির। বিরাট অঙ্কের ট্রান্সফার ফি এর পাশাপাশি তার পারিশ্রমিক নিয়ে প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকা খরচ করেছে ইমামি ইস্টবেঙ্গল। গত ২০২১-২২ আইএসএল মরশুমে কেরালা দলের হয়ে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন এই ফুটবলার। তাই গত মরশুম শেষ হওয়ার পর থেকেই তাকে দলে পেতে অল আউট ঝাঁপিয়েছিল কলকাতার এই প্রধান।

আসলে এই শতাব্দী প্রাচীন ক্লাবে আসতে গিলের কোনো আপত্তি না থাকলেও বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল ট্রান্সফার ফি। এই নিয়ে সমস্যা দেখা দিচ্ছিল বারবার। অবশেষে গত কয়েকদিন আগে সেই সমস্যা মিটে যেতেই আজ ঘনটাকয়েক আগে সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয় এই তারকা ফুটবলারের নাম। যা দেখে উচ্ছসিত আপামর লাল-হলুদ জনতা।

   

তাকে নিয়ে এবার কি বলছেন লাল-হলুদ স্প্যানিশ কোচ? আজ প্রভসুখান সিং গিলের নাম সরকারিভাবে ঘোষণা হওয়ার পর কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, ইমামি ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই আমি প্রভসুখান গিল কে দলে পাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলাম। সেইমতো তাকে দলে আনার জন্য সব রকমের চেষ্টা চালাতে থাকে ক্লাব ম্যানেজমেন্ট। মাঝেখানে কিছু সমস্যা দেখা দিলেও সবরকম চেষ্টা চালিয়ে তাকে চূড়ান্ত করে দল। তার জন্য ক্লাব ম্যানেজমেন্ট কে অসংখ্য ধন্যবাদ।

এছাড়াও তিনি বলেন, গিল নিজের ক্যারিয়ারে অনেকটাই উন্নতি করেছে। একজন গোলরক্ষকের কাছে গোল্ডেন গ্লাভস জয় সেই বার্তাই প্রমাণ করে। প্রভসুখানের দলে যোগদানের দিন থেকেই আমি ওর সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি। আমি লাল-হলুদের সমস্ত সমর্থকদের আশস্ত করতে পারি যে ও দলের জার্সিতে মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টাই করবে।

উল্লেখ্য, গত ২০১৯ সালে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিতে কোচিং করানোর সময় কুয়াদ্রাতের দলে যোগদান করেন লুধিয়ানার এই তারকা। তখন থেকেই এই স্প্যানিশ কোচের নয়নের মনি হয়ে উঠেছিলেন তিনি। পরবর্তীতে কেরালা ব্লাস্টার্স দলে যোগ দেন গিল। সেখানেও সকলের সামনে নিজের জাত চিনিয়ে আসতে সক্ষম হন এই তারকা। তবে এবার লাল-হলুদ জার্সিতে নিজের পুরোনো গুরুর তত্ত্বাবধানে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে মরিয়া এই তরুণ গোলরক্ষক।