Latest Transfer News | বড় চমক দিয়ে এই স্প্যানিশ তারকাকে সই করাচ্ছে পাঞ্জাব

Latest Transfer News | আগত নয়া আইএসএল মরশুমের কথা মাথায় রেখে নিজ নিজ পরিকল্পনা ও আর্থিক সক্রিয়তার কথা মাথায় রেখে ঘর গোছানো শুরু করে দিয়েছে প্রত্যেকে।

Punjab FC

Latest Transfer News | আগত নয়া আইএসএল মরশুমের কথা মাথায় রেখে নিজ নিজ পরিকল্পনা ও আর্থিক সক্রিয়তার কথা মাথায় রেখে ঘর গোছানো শুরু করে দিয়েছে প্রত্যেকে। সেইমতো দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচিত করার ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে থাকে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি।

এক্ষেত্রে বেঙ্গালুরু এফসির পাশাপাশি এফসি গোয়ার মতো দল গুলির সক্রিয়তা ছিল অনেক আগে থেকেই। সময় এগোনোর সাথে সাথে আসরে নামে মুম্বাই সিটি এফসি, ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান সুপারজায়ান্টস, চেন্নাইনের মতো দল। তবে খুব একটা পিছিয়ে নেই আইএসএলে প্রথমবারের মতো খেলতে আসা দল পাঞ্জাব এফসি। গত কয়েক ঘন্টা আগেই আইএসএলের কথা মাথায় রেখে দলের নতুন নাম ও নতুন লোগো প্রকাশ করা হয়েছে তাদের তরফে।

এবার দল গঠনের ক্ষেত্রে বড়সড় চমক দিতে চলেছে এই ফুটবল ক্লাব। বিশেষ সূত্র মারফত খবর, আগত নয়া আইএসএল মরশুমের কথা মাথায় রেখে নাকি এফসি গোয়ার প্রাক্তন তারকা ফুটবলার এডু বেদিয়া কে দলে টানতে চলেছে পাঞ্জাব ফুটবল দল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। টানা ছয়টি মরশুম এফসি গোয়ার হয়ে খেলেছেন এই তারকা। শেষ ফুটবল মরশুমে ও দলের হয়ে যথেষ্ট ঝলমলে থেকেছেন তিনি। তবে পেনার পরিবর্তে হায়দরাবাদ এফসির আইএসএল জয়ী কোচ কে নতুন মরশুমের দায়িত্ব দেওয়ার পর থেকেই ভোল পাল্টাতে শুরু করে এফসি গোয়ার।

Edu Bedia is in the FC Goa

এডু বেদিয়া কে বাদ দিয়ে স্প্যানিশ তারকা ফুটবলার পাওলো রেট্রে কে দলে আনার নির্দেশ দেন এই কোচ। সেইমতো তার সঙ্গে চুক্তি নবীকরণ না করে পাওলো রেট্রে আনা হয় গোয়া দলে। বর্তমানে এডুর বিকল্প হিসেবে এই তারকা ফুটবলার কেই ভাবছে এফসি গোয়া। যারফলে স্বাভাবিকভাবেই ফ্রি এজেন্ট হয়ে যান এই স্প্যানিশ তারকা।

সেই সুযোগ কে কাজে লাগিয়েই এবার এডুর সঙ্গে চুক্তি করতে চাইছে আইএসএলে আগত নয়া দল পাঞ্জাব এফসি। বর্তমানে যা পরিস্থিতি ভারতে থাকতে নাকি যথেষ্ট আগ্ৰহী এই তারকা ফুটবলার। তাই সব ঠিক ঠাক থাকলে জুয়ান মেরার সঙ্গে খেলতে দেখা যেতে পারে এই তারকা ফুটবলার কে। একটা সময় রেসিং সান্তানার হয়ে নিজের ক্যারিয়ার শুরু করে ছিলেন এডু বেদিয়া। উয়েফা কাপের পাশাপাশি বার্সেলোনার যুব দলে খেলার অভিজ্ঞতা ও রয়েছে এই তারকার। পরবর্তীতে গত ২০১৭ সালে যোগদান করেন এফসি গোয়ায়। খেলেন ছয়টি বছর। এবার কি যোগ দেবেন পাঞ্জাবে? সেটাই দেখার বিষয়।