Transfer Window: ডুরান্ড জয়ী বঙ্গ তনয়কে দলে নিতে পারে কেরালা

Transfer Window: একে একে বেশ কয়েকজন ফুটবলারকে রিলিজ করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ইন্ডিয়ান সুপার লীগে ভদ্রস্থ ফলাফল করার জন্য স্কোয়াডের গভীরতা বৃদ্ধি করা প্রয়োজন।

Goalkeeper Lara Sharma

Transfer Window: একে একে বেশ কয়েকজন ফুটবলারকে রিলিজ করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ইন্ডিয়ান সুপার লীগে ভদ্রস্থ ফলাফল করার জন্য স্কোয়াডের গভীরতা বৃদ্ধি করা প্রয়োজন। ধীর লয়ে হলেও সেই কাজ শুরু করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স।

পশ্চিমবঙ্গ থেকে উঠে আসা গোলরক্ষককে দলে নিতে পারে কেরালা ব্লাস্টার্স। লারা শর্মার সঙ্গে দক্ষিণ ভারতের এই ক্লাব কথাবার্তা অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে বলে সম্প্রতি জানা গিয়েছে। চূড়ান্ত খবর এখনও পাওয়া যায়নি, তবে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ার সুযোগ অনেকটা বেশি বলে ধরে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Kerala Blasters: জল্পনা সত্যি করে আরও এক ফুটবলারকে বিদায় জানাল কেরালা ব্লাস্টার্স

লারা দত্ত সেভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি এখনও। একাধিক নামী দলের সঙ্গে যুক্ত থাকলেও ম্যাচ টাইম পেয়েছেন খুব কম। ২৩ বছর বয়সী এই ফুটবলার টাটা ফুটবল অ্যাকাডেমির ছাত্র। খুব বেশি ক্লাবের সঙ্গে যুক্ত থাকেননি। তবে সিনিয়র দলে আরও বেশি করে সুযোগ পাওয়ার জন্য নিশ্চই মুখিয়ে থাকবেন। বেঙ্গালুরু এফসির হয়ে কিছু ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। এরপর বাকিটা সময় কাটিয়েছেন সাইড লাইনের ধারে। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী বেঙ্গালুরু এফসির হয়ে মোটে পাঁচটি ম্যাচে লারা খেলেছেন। ইন্ডিয়ান সুপার লীগের এই ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন ২০২০ মরসুম থেকে।

আরও পড়ুন: Kerala Blasters: বাগান তনছন করে এই ফুটবলারকে পেতে ঝাপাচ্ছে কেরালা

লারা নজর কেড়েছিলেন এটিকের রিজার্ভ দলের হয়ে খেলে। লাল সাদা ব্রিগেডের রিজার্ভ দলের হয়ে বেশ কিছু ম্যাচে সুযোগ পেয়েছিলেন। তখন ২০১৮-২০২০ মরসুম। বয়স আরও কম ছিল তার। এটিকে রিজার্ভ দল থেকে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। ২০২২ সালে সুনীল ছেত্রীদের দলের সঙ্গে থাকার সুবাদে পেয়েছিলেন ডুরান্ড কাপ জয়ের স্বাদ। এরপর সব ঠিক থাকলে হয়তো যোগ দেবেন কেরালা ব্লাস্টার্সে।