Kerala Blasters: বাগান তনছন করে এই ফুটবলারকে পেতে ঝাপাচ্ছে কেরালা

শেষ আইএসএল মরশুম খুব একটা সুখকর ছিলনা ইভান ভুকোমানোভিচের কেরালার (Kerala Blasters)। টুর্নামেন্টের শুরু থেকে যথেষ্ট লড়াই করে কোয়ার্টার ফাইনালে উঠলেও সেই ম্যাচ ঘিরে দেখা…

kiyan nassiri

শেষ আইএসএল মরশুম খুব একটা সুখকর ছিলনা ইভান ভুকোমানোভিচের কেরালার (Kerala Blasters)। টুর্নামেন্টের শুরু থেকে যথেষ্ট লড়াই করে কোয়ার্টার ফাইনালে উঠলেও সেই ম্যাচ ঘিরে দেখা দেয় বিতর্ক। মূলত সুনীল ছেত্রীর বিতর্কিত গোল নিয়ে দেখা দেয় যাবতীয় বিতর্ক। যার প্রতিবাদে মাঠ থেকে দল তুলে নেন কেরালা দলের কোচ ইভান ভুকোমানোভিচ। পরবর্তীতে এফএসডিএল কর্তাদের তরফে অনুরোধ করা হলেও আর মাঠে নামেনি দল।

যারফলে, পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন ম্যাচ রেফারি ক্রিস্টাল জোন। যারফলে সেমিতে উঠে যায় বেঙ্গালুরু। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় কেরালা কে। তবে সেইসব এখন অতীত। গত মরশুমের ব্যর্থতা ভুলে এবার নিজেদের মেলে ধরতে মরিযা কেরালা দল। সেজন্য অনেক আগে থেকেই দল গঠনের কাজে হাত দেয় ম্যানেজমেন্ট।

আগত আইএসএল মরশুমের কথা মাথায় রেখে ঘর গোছাতে গিয়ে সবার আগে তাদের নজর পড়ে বেঙ্গালুরু এফসির দিকে। তাদের ঘর ভেঙে সবার আগে প্রবীর দাসের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে কেরালা। তাই শেষ মরশুমে বেঙ্গালুরু এফসির জার্সি পড়ে আইএসএল খেললেও এবার থেকে কেরালার সেই হলুদ জার্সি পড়েই মাঠে নামবেন এই বাঙালি তারকা। তবে সেখানেই শেষ। বিগত কয়েকদিন ধরেই মোহনবাগান দলের অধিনায়ক প্রীতম কোটালের দিকে নজর রয়েছে তাদের। শোনা যাচ্ছে, তাদের দলের তরুণ প্রতিভা হরমিপাম রুইভা কে বাগানে পাঠিয়ে প্রীতম কে আনতে চাইছে কেরল ম্যানেজমেন্ট। এবার এই দল বদল কে কেন্দ্র করে উঠে এলো নয়া তথ্য।

বিশেষ সূত্র মারফত খবর, এবার নাকি মোহনবাগান সুপারজায়ান্টস দলের অন্যতম তরুণ তারকা কিয়ান নাসিরি কে দলে টানতে চাইছে কেরালা ব্লাস্টার্স। এমনকি তাকে দলে পেতে নাকি ট্রান্সফার ফি দিতে রাজি কেরালা। তবে এখনো পর্যন্ত তাদের এই প্রস্তাব নিয়ে কোনোরকম মন্তব্য করেনি বাগান ম্যানেজমেন্ট। অন্যদিকে চেন্নাইন এফসি ও নাকি কিয়ান কে নিতে আগ্ৰহ প্রকাশ করেছে। তবে কিয়ান কে ছাড়তে এখনো পর্যন্ত খুব একটা রাজি নয় মোহনবাগান। তবে কিয়ান যদি কেরালা বা চেন্নাইনের সঙ্গে যুক্ত হয় তাহলে তাদের দলের আক্রমণভাগ যত প্রবল শক্তিশালী হয়ে উঠবে তা বলাই চলে।