East Bengal: লাল-হলুদ জার্সিতে এবার ময়দান কাঁপাবেন এই ডাচ স্ট্রাইকার

সমস্ত জল্পনার অবসান করে আগামী ২ আগস্ট ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের সাথে নতুন ইনভেস্টার ইমামি গ্রুপের চুক্তি সম্পন্ন হতে চলেছে। আই এস এলে নতুন ইনভেস্টার…

Luc Castaignos

সমস্ত জল্পনার অবসান করে আগামী ২ আগস্ট ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের সাথে নতুন ইনভেস্টার ইমামি গ্রুপের চুক্তি সম্পন্ন হতে চলেছে। আই এস এলে নতুন ইনভেস্টার কে নিয়ে পথ চলা শুরু করবে লাল হলুদ ব্রিগেড। এই সময় সমর্থকরা খুবই খুশি কিন্তু আশঙ্কার মধ্যেও রয়েছে তারা। কারণ একটাই দল গঠন কিভাবে হবে। আর আমি কয়েক দিনে প্রচুর জল্পনার মধ্যেও কোচ এবং সহকারি কোচ নির্ধারণ হয়ে গেছে ইস্টবেঙ্গলে।

প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনসেস্টাইন দলের প্রধান এবং সদ্য সন্তোষ ট্রফি জয়ী কোচ বিনো জর্জ দলের সরকারি কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন । ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সহকারী কোচ কে ভারতীয় ফুটবলার বাছাই এবং প্রধানকোজ স্টিফেনকে বিদেশি ফুটবলার নির্ধারণের দায়িত্ব দিয়েছেন। সেইমতো নিজের কাজ শুরু করে দিয়েছেন এই বছরে ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনসেস্টাইন ।

খবর সূত্রে তিনি কয়েকজন বিদেশি স্ট্রাইকারের নাম পাঠিয়েছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এ। সেইমতো তালিকার প্রথমে রয়েছেন এক ডাচ ফুটবলার । এই বিদেশী স্ট্রাইকারের নাম হলো লুস ক্যাস্টেইনোস ( Luc Castaignos ) । এই ২৯ বছর বয়সী ফুটবলার খুবই অভিজ্ঞ এবং প্রতিভাশালী । তার ফুটবল ক্যারিয়ার সম্বন্ধে জানতে গেলে একটা লম্বা তালিকা তৈরি হয়ে যাবে। তিনি নেদারল্যান্ডস এর প্রথম সারির টিম Twente Enschede FC হয়ে খেলেছেন , ১১৪ টি ম্যাচ এবং ৫৪ টি গোলের পাশাপাশি ১১ টি আছিস রয়েছে তার নামে । ডাচ সুপার লিগ ছাড়ও তিনি বুন্দেসলিগা , কোরিয়া সুপার লিগ , চ্যাম্পিয়নস লিগ ইত্যাদি বিভিন্ন লীগে খেলার অভিজ্ঞতা রয়েছে । তাছাড়াও তিনি নেদারল্যান্ডের জাতীয় দলে হয়ে প্রতিনিধিত্ব করেছেন ।

সাম্প্রতিক তিনি গ্রিসের জাতীয় লীগে OFI Crete FC হয়ে খেলেছেন । কিন্তু চোটের কারণে সম্পূর্ণ মরশুম খেলতে পারেননি । এই স্ট্রাইকার ডান-বাম দুই পায়েই সপ্রতিভ এবং রাইট উইং – লেফট উইং দুই পজিশনে খেলতে সক্ষম । শোনা যাচ্ছে তিনি চোট সারিয়ে ফুটবলে আবারও ফিরে এসেছেন । খবর সূত্র , তার সাথে ইস্টবেঙ্গলের নতুন কোচ কনসেস্টাইনের যোগাযোগ রয়েছে । কোচের সাথে তার কথাবার্তা হয়েছে ইস্টবেঙ্গলে খেলার ব্যাপারে । ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ও তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে। এখন শুধুমাত্র কথাবার্তা শুরু হয়েছে যদি লুসের ইস্টবেঙ্গলের চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে ভারতীয় ফুটবলে এবং আইএসএলে একটি বড় চুক্তি সম্পন্ন হবে । কারণ তার মার্কেট ভ্যালু প্রায় ২.৫ কোটি টাকা । কিছুদিনের মধ্যেই হয়তো এই জল্পনা সত্যতা আমরা জানতে পারবো ততদিন অপেক্ষা করতে হবে লাল-হলুদ সমর্থকদের ।।