অমিত শাহের নাম করে প্রতারণার অভিযোগ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে প্রতারণার অভিযোগ উঠল। দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম ব্যবহার করে দিল্লিতে প্রতারণার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, রেলের চুক্তি পাইয়ে…

Union Home Minister Amit Shah

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে প্রতারণার অভিযোগ উঠল। দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম ব্যবহার করে দিল্লিতে প্রতারণার ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, রেলের চুক্তি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার শিকার হলেন মুম্বইয়ের এক ব্যবসায়ী। জুলাই মাসের শুরুতেই এই ঘটনায় মামলা দায়ের করেছিল স্পেশাল সেল। মুম্বইয়ের ব্যবসায়ী প্রওয়াল চৌধুরী স্পেশাল সেলে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা করিয়ে রেলওয়েতে চুক্তি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে। ওই ব্যবসায়ীর কথায়, ১০০ কোটি টাকায় চুক্তি হয়েছিল। মুম্বইয়ের ব্যবসায়ী প্রওয়াল চৌধুরীর বিশেষ সেলে দায়ের করা অভিযোগে তিনি রাহুল শাহ, অনীশ বনশল ও ব্রিজেশ রতন নামে ব্যক্তিদের বিরুদ্ধে ২ কোটি টাকা প্রতারণার অভিযোগ এনেছেন।

   

মুম্বইয়ের ব্যবসায়ী প্রওয়াল চৌধুরীর অভিযোগ, রেলে চুক্তি করিয়ে তাঁকে কিছু সরকারি চুক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নাম করে তাকে দিল্লির ৯৯ কুশক রোডে ডাকার কথা বলা হয়। পুলিশকে ওই ব্যবসায়ী জানিয়েছেন, ১০০ কোটি টাকায় কাজ করার কথা ছিল, যার মধ্যে ২ কোটি টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কাজ হয়নি। ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে টাকা ফেরত চাইলে তিনি বলেন, টোকেনের টাকা এগিয়ে গেছে। এরপর নির্দিষ্ট ঠিকানায় গিয়ে প্রওয়াল যখন দেখেন কেউ নেই তখনই তিনি পুলিশের দ্বারস্থ হওন। তবে পুলিশ এখনও অবধি এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি।