Alipurduar: রাস্তায় বের হলেই পার্থবাবু ও আমাকে নিয়ে টিটকিরি শুনতে হচ্ছে: মৌমিতা

এসএসসি দুর্নীতির তদন্তে ধৃত পার্থ চট্টোপাধ্যায় কি আলিপুরদুয়ারের (Alipurduar) তৃণমুল শিক্ষক সংগঠনের নেত্রী মৌমিতা অধিকারীর ঘনিষ্ঠ? এ নিয়ে তীব্র জল্পনা। মৌমিতা-পার্থ সম্পর্ক নিয়ে চলছে আলোচনা।…

এসএসসি দুর্নীতির তদন্তে ধৃত পার্থ চট্টোপাধ্যায় কি আলিপুরদুয়ারের (Alipurduar) তৃণমুল শিক্ষক সংগঠনের নেত্রী মৌমিতা অধিকারীর ঘনিষ্ঠ? এ নিয়ে তীব্র জল্পনা। মৌমিতা-পার্থ সম্পর্ক নিয়ে চলছে আলোচনা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে ঘনিষ্টতা ছিল মৌমিতার এমনই অভিযোগ। তবে মৌমিতার দাবি সবই রটনা। গুজবের চোটে রাস্তায় বের হওয়া মুশকিল। টিটকিরি শুনতে হচ্ছে।

সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন মৌমিতা অধিকারী। তিনি, বলেছেন আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করি। আর শিক্ষামন্ত্রী হিসাবেই পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আমার যোগাযোগ ছিল। কিন্তুু গত কয়েকদিন ধরে এই জিনিসটা নিয়ে আমার বিরুদ্ধে যে যে মিথ্যা অভিযোগ এবং কুৎসা রটানো হচ্ছে তাতে আমি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছি।

তিনি বলেন, আমার বাবা এবং মাও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষকরে গত পরশু থেকে সোশাল মিডিয়াতে আমার কাছে যে যে কুৎসা ভিত্তিক ম্যাসেজ এসেছে আমি তাতে মর্মাহত এবং লজ্জিত।আমি নিজের কাজ করতে পারছি না। রাস্তায় বের হলেই আমাকে টিটকিরি শুনতে হচ্ছে।

মৌমিতার দাবি, পার্থ চট্টোপাধ্যায় অনেকবারই আলিপুরদুয়ারে এসেছিলেন,সেই সুত্র ধরেই আমার পরিচয় ওনার সাথে। কিন্তুু যেভাবে আরো দুজনের সাথে আমাকে জড়িয়ে ফেলে একটা মিথ্যে গল্প তৈরী করা হচ্ছে তাতে আমি নিজেই মানসিকভাবে ভেঙ্গে পড়েছি।

এদিকে আলিপুরদুয়ার জেলা বামফ্রন্টের পক্ষ থেকে মৌমিতা অধিকারী এবং পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এক বিক্ষোভ সমাবেশ করা হয়।

অভিযোগ, বামফ্রন্ট আমলে মৌমিতা ছিলেন বাম শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত। পরে তৃণমূল কংগ্রেস আমলে তিনি টিএমসির শিক্ষক সংগঠনের নেত্রী হন। গত বিধানসভা ভোটের আগে তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে অভিযোগ। বিজেপি সরকার গড়তে পারেনি। মৌমিতা আর ওদিকে যাননি।

অভিযোগ, মৌমিতার ভয়ে জেলার সাধারণ শিক্ষক শিক্ষিকারা সিঁটিয়ে থাকতেন। মৌমিতাকে এড়িয়ে বদলির কোনও সম্ভাবনা ছিল না।

কেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সর্বত্র ভয়? পড়ুন

NBU: মমতা সরকারের আমলে শিক্ষা দফতরে বিপুল দুর্নীতি, গোয়েন্দা নজরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

এসএসসি নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকার লেনদেনে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর দুজনকেই গ্রেফতার করে মুখোমুখি জেরা করছে ইডি। তদন্তে উঠে আসছে কমপক্ষে ৭০০ কোটির মালিক পার্থ চট্টোপাধ্যায়। আর অর্পিতা ২০০ কোটির মালকিন। এই তদন্তের মাঝে উত্তরবঙ্গ জুড়েও শিক্ষা দফতরের ব্যাপক দুর্নীতির অভিযোগ আসতে শুরু করেছে। মৌমিতার নাম উঠে আসায় তদন্তের স্বার্থে তাকেও জেরা করতে পারে ইডি।