সব জল্পনার অবসান৷ ইস্টবেঙ্গল (East Bengal) এবং ইনভেস্টার ইমামির মধ্যে অন্তিম চুক্তিপত্র সই হবে ২ আগস্ট। সূত্রের খবর , এই চুক্তিপত্র সই হওয়ার আগে দল গোছানোর কাজ প্রায় সম্পূর্ণ করবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ইতিমধ্যে টিমে কোচ স্টিভেন কন্সেসটাইন এবং সহকারী কোচ হিসেবে বিনো জর্জ নির্ধারিত হয়েছেন।
সরকারি কোচ বিনো জর্জ আসন্ন ডুরান্ড কাপ এবং কলকাতা লীগের জন্য দায়িত্ব নেবেন । সেই মতো তিনি লাল হলুদ দলে একাধিক কেরালার ফুটবলারকে নিয়ে আসতে পারেন। তারই মধ্যে এক বাঙালির নাম ঘুরেফিরে আসছে । সেই বাঙালি ফুটবলার আর কেউ না আইএসএল জয়ী রাইট ব্যাক সৌভিক চক্রবর্তী৷ গত মরশুমেই তিনি হায়দ্রাবাদ এফসির হয়ে আইএসএল জয়-এ মুখ্য ভূমিকা পালন করেছেন। মোট ১৬ টি ম্যাচ খেলেছেন তার মধ্যে একটি গোল এবং ২টি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেছেন সৌভিক। এই বঙ্গতনয় সাম্প্রতিক ইন্টারভিউ-এ জানিয়েছেন তিনি কলকাতার ক্লাবে ফিরতে চান । তার আগে এক ইস্টবেঙ্গল কর্তাও এই বছর তাকে দলে নেওয়ার জন্য বহু চেষ্টা চালাচ্ছিলেন খবর সূত্রে ।
একটি প্রতিবেদন থেকে আমরা জানতে পারি যে সৌভিক কলকাতার ক্লাবে খেলার ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু কোন ক্লাবে ?? সেই প্রতিবেদনে তাকে সরাসরি জিজ্ঞাসা করা হয় তিনি কি কোন ভাবে লাল হলুদ জার্সিতে কলকাতায় প্রত্যাবর্তন করছেন । এই প্রশ্নের উত্তরে তিনি বলেন এখনই তিনি কোনো রকম মন্তব্য করতে চাইছেন না এই বিষয়ে । কিন্তু হ্যাঁ তার ইচ্ছে রয়েছে কলকাতা ফেরার কারণ তার পরিবার কলকাতাতেই থাকে । তিনি তার এজেন্টের সাথে এই বিষয়ে আলোচনাও করেছেন । সরাসরি ইস্টবেঙ্গল প্রশ্নে উত্তর এড়িয়ে গেলেও জল্পনা একটা থেকেই যাচ্ছে।
আসলে সৌভিকের সাথে হায়দ্রাবাদের দু বছরের চুক্তি ছিল । অর্থাৎ আগামী বছর ২০২৩ এ তার সাথে চুক্তি শেষ হবে নিজামদের । সকলের মনে একটাই প্রশ্ন তাহলে কি ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে সৌভিক কে নেবে । উত্তর না , এই বছরের জন্য হয়তো পরিকল্পনা নেই সৌভিক চক্রবর্তী ইস্টবেঙ্গলের । আগামী বছর অথবা এই বছরের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে কি লোনে লাল হলুদ জার্সিতে দেখতে পাবেন সমর্থকরা ?? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে ।।