Partha Chatterjee: রাজভবনে স্পিকার, মন্ত্রীত্ব হারানোর পথে ‘সেকেন্ড ইন কমান্ড’ পার্থ?

এসএসসি দুর্নীতিকাণ্ড নিয়ে সরগরম গোটা রাজ্য রাজনীতি। যে কোনও সময়ে শিল্পমন্ত্রীর পদ খোয়াতে পারেন পার্থ চট্টোপাধ্যায়, ইতিমধ্যে এমনই কথা কানাঘুষো শোনা যাচ্ছে। শুধু তাই নয়,…

এসএসসি দুর্নীতিকাণ্ড নিয়ে সরগরম গোটা রাজ্য রাজনীতি। যে কোনও সময়ে শিল্পমন্ত্রীর পদ খোয়াতে পারেন পার্থ চট্টোপাধ্যায়, ইতিমধ্যে এমনই কথা কানাঘুষো শোনা যাচ্ছে। শুধু তাই নয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে কোনওরকম সাহায্য করবেন না বলে জানা গিয়েছে। একেই পার্থকে নিয়ে চরম অস্বস্তিতে রয়েছে তৃণমূল শিবির, তারই মাঝে হঠাতই রাজভবনে ছুটলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন উঠছে, তবে পার্থ চট্টোপাধ্যায়কে বরখাস্তের বিষয়েও আলোচনা? জল্পনা তুঙ্গে। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সবকিছু জল্পনা উড়িয়ে জানিয়েছেন রাজ্যপাল লা গণেশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকার ছিল এটি৷ বিধানসভার কার্যপ্রণালী নিয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে৷ সেইসঙ্গে আলোচনা হয়েছে বকেয়া বিল নিয়ে। এমনকি পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি৷ তবে তাঁর কথা শুনতে যতটা সহজ মনে হলেও এই তথাকথিত ‘সৌজন্য’ সাক্ষাৎকার নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বিশিষ্ট মহল।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একের পর এক অভিযোগ উঠেছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে৷ সেইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড়কে ঘিরেও ক্রমশ জোড়ালো হচ্ছে আশঙ্কার মেঘ।

তৃণমূল সূত্রে খবর, শুধুমাত্র পার্থর মন্ত্রী পদ নয়, তৃণমূল মহাসচিবের পদ হারাতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়।