East Bengal Club : ক্লাবের প্রায় ৭৫ শতাংশ মালিকানা চলে যেতে পারে কোম্পানির কাছে

আগস্টের ২ তারিখে হতে চলেছে সই।  মঙ্গলবার ইমামির পক্ষ থেকে জানানো হয়েছে দিন। দুই তরফের সম্মতিতে চুক্তিপত্রে সই হতে চলেছে। সই হওয়ার পর ধীরে ধীরে…

East Bengal-Emami

আগস্টের ২ তারিখে হতে চলেছে সই।  মঙ্গলবার ইমামির পক্ষ থেকে জানানো হয়েছে দিন। দুই তরফের সম্মতিতে চুক্তিপত্রে সই হতে চলেছে। সই হওয়ার পর ধীরে ধীরে জানা যাবে কোন কোন শর্তে হাত মিলিয়েছে ইস্টবেঙ্গল (east bengal) এবং ইমামি পক্ষ।

মনে করা হচ্ছে, আনুমানিক ৭৫ শতাংশ মালিকানার শর্তে ইস্টবেঙ্গলের ক্লাবের সঙ্গে হাত মেলাতে চলেছে ইমামি গোষ্ঠী। অর্থাৎ ক্লাবের একশো শতাংশ মালিকানার মধ্যে আনুমানিক ৭৫ শতাংশ মালিকানা থাকতে পারে বিনিয়োগকারী কোম্পানির হাতে।

সই সম্ভাবনা যখন জটে আটকে ছিল, তখন ফুটবল মহলে গুজন, ক্লাবের ৮০ শতাংশ মালিকানা দাবি করেছে কোম্পানি। তাতে অবশ্য ক্লাব কর্তারা রাজি হননি। এই নিয়েই হয়েছিলেন অনেকটা আলোচনা। লাল হলুদ কর্তারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন, ইমামি কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। পরে কোম্পানির পাঠানো খসড়া চুক্তি পত্র দেখানো হয়েছে অভিজ্ঞ আইনজীবীদের।

ইমামির তরফে দাবি যাই রাখা হোক না কেন, আলোচনার রাস্তা খোলা রাখা হয়েছিল। ক্লাবের তরফেও বারংবার আশ্বাস দেওয়া হয়েছিল সমর্থকদের। গত দুই সপ্তাহে সই হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছিল। কিন্তু দু’টো সপ্তাহ কেটে যাওয়ার পরেও হয়নি সই। আশঙ্কা দেখা দিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকদের মনে। শেষে জানানো হল আগস্টের ২ তারিখে সই হবে।