পার্থ-অর্পিতার বিপুল সম্পত্তি খুঁজতে জেলায় জেলায় ED অভিযান

শিক্ষক দুর্নীতিতে তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়ের নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে (ED) ইডি। শুধুমাত্র কলকাতা নয়, একাধিক জেলায় ছড়িয়ে রয়েছে তাদের সম্পত্তি।…

partha-arpita-baganbari

শিক্ষক দুর্নীতিতে তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়ের নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে (ED) ইডি। শুধুমাত্র কলকাতা নয়, একাধিক জেলায় ছড়িয়ে রয়েছে তাদের সম্পত্তি। কোথাও আবার যৌথভাবে সম্পত্তির মালিকানা রয়েছে তাদের। সেইসমস্ত সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। ইডি সূত্রে খবর, আরও একটি টিমকে সেই সমস্ত সম্পত্তির হদিশ পেতে এবং যে সমস্ত জায়গার নাম তারা পেয়েছে, সেই সমস্ত জায়গায় তল্লাশি অভিযান চালাবে।

বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ১৫ লক্ষ ৯৪ হাজার ৮৬৩ টাকা। এক্ষেত্রে হাতে নগদ টাকার পরিমাণ মাত্র ১ লক্ষ ৪৮ হাজার টাকা। অপরদিকে, অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯১ লক্ষ টাকার আশেপাশে। অথচ পার্থ চট্টোপাধ্যায়ের নামে একাধিক সম্পত্তির হদিশ মিলেছে।

arpita

দক্ষিণ ২৪ পরগণায় বারুইপুরে একটি পেল্লাই বাংলোর খোঁজ পেয়েছে ইডি। যেখানে মাঝে মধ্যেই যেতেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখ্যোপাধ্যায়৷ এছাড়াও কলকাতা সংলগ্ন রাজডাঙা ও পাটুলিতে দুটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গিয়েছে। যেগুলির মালিক পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতাকে নিয়ে প্রায়ই যেতেন পার্থ চট্টোপাধ্যায়৷ এমন তথ্য উঠে আসতে শুরু করেছে৷ পাটুলিতে ৯০০ স্কোয়ারফুটের ফ্ল্যাটে শ্যুটিং এবং মডেলিংয়ের কাজ হত বলে জানা গেছে। এছাড়ার কসবার রাজডাঙাতেও একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে অর্পিতার নামে। সেই সঙ্গে নাকতলাতেও অর্পিতার নামে আরও একটি বাড়ির সন্ধান মিলেছে।

গ্রাম কিনতে আবদার করেছিল অর্পিতা। পড়ুন

SSC Scam: হুগলির বিরাট বাড়িতে অর্পিতার সঙ্গে পার্থ থাকতেন! পুরো গ্রাম কেনার ছক

শান্তিনিকেতনে পার্থর ৭ টি বাড়ি এবং দুটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। সেখানেই গিয়েই তল্লাশি করতে চান ইডির আধিকারিকরা। প্রায় ২০ বিঘা জায়গা তাঁর নামে রয়েছে বলে জানা গেছে। রয়েছে ১ টি ফ্ল্যাটও৷ ২০১২ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখ্যোপাধ্যায়ের সম্পর্ক ছিল বলে জানতে পারা গেছে৷

এই দীর্ঘ সময়ে একাধিক সম্পত্তি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখ্যোপাধ্যায় যৌথ নামে করেছেন। সেটাও জানা গেছে। এই দশ বছরে ঝাড়গ্রাম এবং হুগলীতে অর্পিতার মামার বাড়ির কাছেও সম্পত্তির হদিশ পেয়েছে ইডির আধিকারিকরা৷

ঝাড়গ্রামের বাগানবাড়িতে কী হতো? পড়ুন

Jhargram: ‘উনি একটা মেয়ে নিয়ে আসতেন! সোনার কয়েন বেচতেন’ পার্থকে নিয়ে তীব্র আলোচনা

ইডি সূত্রে খবর, এই বিপুল অঙ্কের সম্পত্তি খতিয়ে দেখতে চান তাঁরা৷ ইডির আধিকারিকরা মনে করছেন, এই সমস্ত জায়গা থেকে আরও অনেক তথ্য পেতে পারেন, যা আগামী দিনে তদন্তের ক্ষেত্রে সহযোগিতা করবে৷