Kolkata: ডেঙ্গু নিয়ে তৎপর পুরসভা মামলা করল ন্যাশনাল লাইব্রেরির বিরুদ্ধে

গত এক মাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৫৫ জন। ডেঙ্গু নিয়ে বুধবার কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) উচ্চপর্যায়ের বৈঠকে হাজির ছিলেন পুরসভার ১৬টি বরোর চেয়ারম্যান।

Kolkata Municipal Corporation Takes Legal Action Against National Library Over Dengue Outbreak

এই মুহূর্তে বাংলায় ডেঙ্গু আক্রান্তর সংখ্যা ২২৫। গত এক মাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৫৫ জন। ডেঙ্গু নিয়ে বুধবার কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) উচ্চপর্যায়ের বৈঠকে হাজির ছিলেন পুরসভার ১৬টি বরোর চেয়ারম্যান।

মিউনিসিপ্যাল কোর্ট জাতীয় গ্রন্থাগারের বিরুদ্ধে মামলা করেছে কলকাতা পুরসভা। জাতীয় গ্রন্থাগারে যত্রতত্র আসবাব পড়ে। জাতীয় গ্রন্থাগার একা নয়, ডেঙ্গুর মশার অনুকুল পরিবেশ তৈরি করার জন্য দায়ী শহরের একাধিক কেন্দ্রীয় সরকারী অফিস। ন্যাশনাল লাইব্রেরিতে প্রচুর ময়লা জমে রয়েছে। পুরসভার তরফে নোটিস পাঠানোর পরেও কর্তৃপক্ষ সে সব পরিষ্কার না করায় সেখানকার রেজিস্ট্রারের বিরুদ্ধে পুর আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: Dengue: রাজ্যে ফের ডেঙ্গুতে মৃত্যু, কলকাতায় আতঙ্ক

মেয়র এদিন জানান, সরকারি আবাসন, বন্ধ কারখানা, ফাঁকা জমি ডেঙ্গির বাহক মশার আঁতুড় হয়ে উঠেছে। ফাঁকা জমিতে ময়লা ফেললে জমির মালিকের বিরুদ্ধে জরিমানা করছে পুরসভা। ডেঙ্গু নিয়ে পুরসভা চলতি বছরে এখনও পর্যন্ত ৫০০০ জনকে নোটিস দিয়েছে। নোটিস না মানায় ৯০ জনের বিরুদ্ধে পুর আদালতে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন: Dengue: ডেঙ্গু হামলায় কাঁপছে কলকাতা-শিলিগুড়ি, সতর্কতার নিয়ম জানুন

দশ নম্বর বরোর চেয়ারম্যান জুঁই বিশ্বাসের অভিযোগ, নিউ আলিপুরে সেনাবাহিনীর একটি ক্যাম্প রয়েছে। সেখানে ওই ক্যাম্পে দশজনের ডেঙ্গু হয়েছে। বরো চেয়ারম্যান জানিয়েছেন, সেনাবাহিনীর ক্যাম্প থেকে বলা হচ্ছে ড্রেন পরিষ্কার করতে গেলে দিল্লি থেকে অনুমতি আনতে হবে।

চলতি মাসে রাজ্যে মশাবাহিত রোগে মৃতের সংখ্যা দাঁড়াল সাত। স্বাস্থ্য দফতরের তরফে ডেঙ্গির বিষয়ে এখনও কোনও তথ্য দেওয়া হচ্ছে না৷ আজ,বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যকর্তা ও জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন।