২১ জুলাই সমাবেশে ভাঙড় যেন ভ্যানিশ! ফের লাশ পড়ার আতঙ্ক

পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরপরই একুশে জুলাইয়ের সমাবেশ ঘিরে তৃণমূলের মধ্যে তীব্র উন্মাদনা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় এসেছেন বহু তৃণমূল কর্মীরা। সাজো সাজো রব…

পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরপরই একুশে জুলাইয়ের সমাবেশ ঘিরে তৃণমূলের মধ্যে তীব্র উন্মাদনা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় এসেছেন বহু তৃণমূল কর্মীরা। সাজো সাজো রব তৈরি হয়েছে গোটা ধর্মতলা জুড়ে। তবে এত কিছুর মধ্যেও কোথায় যেন হারিয়ে গেছে ভাঙড়। এখান থেকে সমাবেশে যাওয়ার তেমন উৎসাহ নেই। তেমন নেই কোনও দেওয়াল লিখন।

শাসকদল তৃ়ণমূল কংগ্রেসের সমর্থকরাও ভাঙড় থেকে কলকাতায় যেতে নারাজ। চারিদিকে চাপা আতঙ্ক। পঞ্চায়েত নির্বাচনের সময় জ্বলেছে দক্ষিণ ২৪ পরগনার গোটা ভাঙড়। পড়েছে একের পর এক লাশ। মুড়ি-মুরকির মত বোমা গুলি বারুদের গন্ধ চারিদিকে। ভাঙড়ের দেওয়ালে দেওয়ালে লেগে রয়েছে ভোট হিংসার রক্ত। তাইতো এবার দেওয়ার লিখন হয়নি। ফলে একুশ জুলাই সমাবেশে ভাঙড়ে উত্তাপ নেই। উত্তাপ আছে তবে তা শুধুমাত্রই রাজনৈতিক হিংসার। সেই কারণেই ভাঙড়বাসীদের মধ্যে কার্যত কোনও উচ্ছ্বাস নজরে আসছে না।

   

স্থানীয় তৃণমূল কর্মীদের নিয়ে একুশে জুলাইয়ের মিটিংয়ে যাওয়ার জন্য কোনও কর্মী মিলছে না। গোটা ভাঙড় জুড়ে শুধু বারুদের গন্ধ। চারিদিকে শুধু পুলিশের রুট মার্জ। ভীত মনে শুধু একটু শান্তির আলো খুঁজছে ভাঙড়বাসী। এরই মাঝে পঞ্চায়েত ভোটের হিংসায় যে সকল পরিবারের সদস্যরা খুন হয়েছিলেন তারা দাবি করছে, সরকার যেন তাদের পাশে দাঁড়ায়।