Earthquake: জোরাল কম্পনে কেঁপে উঠল বাংলা

সোমবার বিকালে জোরাল কম্পনে (Earthquake) কেঁপে উঠল বাংলা। আতঙ্কিত গোটা রাজ্য। ভূমিকম্প অনুভূত হল উত্তরবঙ্গের একাধিক জেলায়। কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়িতে। কম্পনের…

earthquake

সোমবার বিকালে জোরাল কম্পনে (Earthquake) কেঁপে উঠল বাংলা। আতঙ্কিত গোটা রাজ্য। ভূমিকম্প অনুভূত হল উত্তরবঙ্গের একাধিক জেলায়। কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়িতে। কম্পনের তীব্রতা যথেষ্ট ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। ভূমিকম্পের উৎসস্থল মেঘালয় বলে জানা গিয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মেঘালয়ের উত্তর গারো পাহাড়ে এই ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল। ৫.২ ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে বাংলার একাধিক জেলা।

সন্ধ্যাবেলায় হঠাৎ মাটি কেঁপে উঠলে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ে মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পের জোরাল তীব্রতার ফলে আতঙ্কিত মানুষজন ভয়ে ছোটাছুটি শুরু করেন। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারের বিস্তীর্ণ এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়। ভয়ে রাস্তায় বেরিয়ে এসে লোকজন উলুধ্বনি দিতে থাকেন, কেউ শঙ্খ বাজাতে থাকেন। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর আসেনি।

স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গের জেলার মাটি। প্রথমে হালকা একটা ঝাঁকুনি হয়। তারপর মৃদু কম্পন অনুভূত হয় জেলা জুড়েই বলে জানিয়েছেন স্থানীয়রা। কোচবিহারের দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, শীতলখুচিতে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গের একাধিক জেলা। মালদহেও বেশ কিছু ক্ষণ কম্পন অনুভব করেছেন মানুষজন। শুধু পশ্চিমবঙ্গ বা ভারত নয়, কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ, নেপাল, ভূটান এবং চিনে। এই সকল জায়গায় বিভিন্ন মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। মেঘালয়ে উৎস্যস্থল। কম্পন অনুভূত হয়েছে অসমেও। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।