প্লেবয় ম্যাগাজিনের বিক্রি গীতার চেয়ে বেশি…বিতর্কে দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক

‘দ্য কাশ্মীর ফাইলস’ বক্সঅফিসে সাড়া ফেললেও মুখ থুবড়ে পড়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। ২৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। কিন্তু দর্শকদের হলমুখী…

‘দ্য কাশ্মীর ফাইলস’ বক্সঅফিসে সাড়া ফেললেও মুখ থুবড়ে পড়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। ২৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। কিন্তু দর্শকদের হলমুখী করতে ব্যর্থ হয়েছে এই সিনেমা। এবার তা নিয়ে মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি ভগবদ গীতার উদাহরণ তুলে ধরে বলেন প্রতিটি গল্প একই দর্শক পায় না। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর ছবির আয় নিয়ে কথা বলতে গিয়ে দাবি করেন যে, এই ছবিটি আলাদা এবং এটি অবশ্যই তার দর্শক পাবে। পাশাপাশি এটাও বলেন, ‘প্লেবয় ম্যাগাজিনের মতো বিপুল সংখ্যক মানুষ গীতা কিনবে বলে আমরা আশা করতে পারি না। এটা হয় না, এটা কিভাবে ঘটতে পারে? পৃথিবীর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ‘

বিবেক আরও বলেন, ‘পৃথিবীটা একেবারেই আলাদা। যারা ছবিটি দেখতে গেছেন তাদের প্রায় ৯০ শতাংশই ভালো প্রতিক্রিয়া দিয়েছে। সেখানে চলচ্চিত্রটি সম্পর্কে একটিও নেগেটিভ আলোচনা পাবেন না। সবাই বলছে-এটা খুবই চমৎকার একটি সিনেমা। ছবিটি মানুষকে যেমন হাসিয়েছে তেমন কাঁদিয়েছেও এবং লোকেরা গর্বের সঙ্গে থিয়েটার থেকে বেরিয়ে আসছে। মানুষ বলছে, এই সিনেমা থেকে তারা অনেক কিছু শিখেছে। ‘ ছবির আয় নিয়ে তিনি বলেন, মানুষ ইচ্ছাকৃতভাবে এটা করছে, যাতে ছবির উপর বিরূপ প্রভাব পড়ে।

বক্স অফিসে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ প্রতিদ্বন্দ্বিতা করছে ফুকরে থ্রি ও চন্দ্রমুখী ২-এর সঙ্গে। এ ছাড়া জওয়ান ও গদর ২-এর মতো ছবিও প্রেক্ষাগৃহে চলছে। এমন পরিস্থিতিতে এই সব ছবি থেকে দৌড়ে অনেকটাই পিছিয়ে আছে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ছবিটি এখন পর্যন্ত প্রায় ৭.৪৭ কোটি টাকা আয় করেছে। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন অনুপম খের, নানা পাটেকর, পল্লবী জোশী এবং রাইমা সেন।