East Bengal: প্রতীক্ষার অবসান ঘটিয়ে শহরে এলেন নন্দকুমার শেখর

শেষ ফুটবল মরশুমে ব্যাপকভাবে সকলের নজরে এসেছেন নন্দকুমার শেখর (Nandakumar Shekhar)। হিরো আইএসএল থেকে শুরু করে দেশের সর্বাধিক কাপ টুর্নামেন্ট সুপার কাপ

East Bengal Footballer Nandakumar Shekhar

শেষ ফুটবল মরশুমে ব্যাপকভাবে সকলের নজরে এসেছেন নন্দকুমার শেখর (Nandakumar Shekhar)। হিরো আইএসএল থেকে শুরু করে দেশের সর্বাধিক কাপ টুর্নামেন্ট সুপার কাপ। সবেতেই প্রভাব ফেলেছেন প্রবলভাবে। আইএসএলে একের পর এক ম্যাচে গোল তোলার পাশাপাশি গোল করিয়েছেন এই ফুটবলার। পাশাপাশি সুপার কাপ ও জিতেছেন দলের জার্সিতে। তার এই অনবদ্য পারফরম্যান্স অন্যান্য দলগুলোর নজর কেড়েছিল ব্যাপকভাবে।

যারফলে, স্বাভাবিকভাবেই তাকে দলে টানতে মরিয়া হয়ে উঠেছিল একাধিক ক্লাব। শেষপর্যন্ত আগামী তিনটি ফুটবল মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দলে সই করেন এই তারকা ফুটবলার। যা দেখে খুশি হয়েছিল আপামর লাল-হলুদ জনতা। তারপর থেকেই দক্ষিণের এই তারকার আসার অপেক্ষায় দিনগুনতে শুরু করেছিল সমর্থকরা। অবশেষে আজ তিলোত্তমায় পা রাখলেন নন্দকুমার শেখর।

যতদূর খবর, আগামী ২৪ কিংবা ২৫ তারিখ থেকেই গোটা দল নিয়ে পুরোদমে অনুশীলন শুরু করার কথা ইমামি ইস্টবেঙ্গলের। সেইমতো অনেক আগে থেকেই শহরে আসতে শুরু করেন ফুটবলাররা। লালচুংনুঙ্গা থেকে শুরু করে নিশু কুমার ও খাবরার মত ফুটবলাররা আসতে শুরু করেছিলেন ধীরে ধীরে। গত কয়েকদিন আগেই শহরে পা রেখেছেন আরেক তারকা ফুটবলাররা নাওরেম মহেশ সিং। এবার এলেন নন্দকুমার।

এই নয়া ফুটবল মরশুমে মূলত নাওরেম ও নন্দকুমার কে সামনে রেখেই প্রথম একাদশ সাজাতে চলেছে লাল-হলুদ। তবে দলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত থেকে শুরু করে অন্যান্য বিদেশি ফুটবলাররা এখনো পর্যন্ত শহরে না এলেও মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই এসে পড়বেন সকলে। তার আগে জুনিয়র দলের কোচ তথা কার্লোস কুয়াদ্রাতের সহকারী বিনো জর্জের তত্ত্বাবধানে অনুশীলন করছে গোটা দল।

উল্লেখ্য, শেষ ক্লাব ফুটবল মরশুমের পাশাপাশি ভারতীয় ফুটবলের জার্সিতেও ব্যাপক ঝলমলে থেকেছেন নাওরেম মহেশ সিং ও নন্দকুমার। সেই ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল কাপ হোক কিংবা বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। সবক্ষেত্রেই প্রভাবশালী ফুটবল খেলেছেন এই দুই তারকা। দুই উইং থেকে আক্রমণ শানিয়ে ফালাফালা করে দিয়েছেন বিপক্ষের ডিফেন্স। এবার সেই চেনা ছন্দে তাদের দেখার অপেক্ষায় ইস্টবেঙ্গল।