বছর ঘুরে সেই ২১ জুলাই, দুর্নীতির ঘেরাটোপে শাসক দল

বছর ঘুরে সেই ২১ জুলাই। ২০২২ সালে ২১ জুলাইয়ের পরেই একের পর এক দুর্নীতির অভিযোগে গ্রেফতার বহু শাসক নেতা, মন্ত্রীরা, মিলেছে টাকার পাহাড়। প্রতিবছরই একুশে…

বছর ঘুরে সেই ২১ জুলাই। ২০২২ সালে ২১ জুলাইয়ের পরেই একের পর এক দুর্নীতির অভিযোগে গ্রেফতার বহু শাসক নেতা, মন্ত্রীরা, মিলেছে টাকার পাহাড়। প্রতিবছরই একুশে জুলাই পালন করে তৃণমূল কংগ্রেস। তবে এই বছরের ধর্মতলা সমাবেশের দিকে তাকিয়ে গোটা রাজ্য।জেলায় জেলায় গোষ্ঠী কোন্দল পঞ্চায়েত ভোটে এবার তৃণমূলের সামনে ছিল বহু চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে সামনে রেখে এবার ২৪ এর লোকসভা।

রাজনৈতিক মহলের দাবি ত্রিফলা এই আক্রমণ বারবার শাসক দলকে অস্বস্তিতে ফেলেছে। লোকসভা ভোট যদি ফাইনাল হয় তাহলে পঞ্চায়েত ভোট ছিল শাসক দলের কাছে সেমিফাইনাল। এবারের পঞ্চায়েত ভোট শাসকদলের কাছে ছিল তাদের সম্মানের লড়াই। কারণ গত এক বছরে শাসক দলের গায়ে একাধিক কাদা ছিটেছে। বহু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে শাসকদলকে।

   
  • প্রথমত পরপর বড় সমস্যা সম্মুখীন হয়েছে শাসক দল তার মধ্যে প্রথম হলো, শিক্ষক নিয়োগে চরম দুর্নীতি। গ্রেফতার হয়েছে পার্থ, মানিক জীবনকৃষ্ণরা। এই নিয়োগ দুর্নীতিতে রাতারাতি টাকার পাহাড় দেখেছেন গোটা রাজ্যবাসী।
  • দ্বিতীয়, গ্রামবাংলায় চলেছে দেদার দুর্নীতি। গরীবের মাথার ছাদ চুরি। মিড ডে মিল থেকে শুরু করে ত্রাণে কারচুপি। নিজেদের সরকারি অধিকার হারিয়েছে বহু মানুষ।
  • তৃতীয়, ক্ষমতা দখলের লড়াই, জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পঞ্চায়েতের টিকিট নিয়ে দলের মধ্যে বিদ্রোহ। একের পর এক কর্মীরা দল ছেড়ে নির্দলে যোগদান করেছিলেন। নয়তো বিরোধীদলে।

এই একাধিক কর্মকাণ্ডের পরেও যখন পঞ্চায়েত নির্বাচন শুরু হল সেখানেও জ্বলেছে গোটা বাংলা। রক্তস্নাত হয়েছে বাংলার মাটি। শাসক থেকে বিরোধী ভোট হিংসার হাত থেকে রক্ষা পায়নি কোনও পক্ষই।

তৃণমূলের কাছে ২১ জুলাই মানে আবেগ, শহীদ স্মরণ। তবে ২০২৩ এর ২১ জুলাই শ্রদ্ধা জানানোর মঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে জানিয়েছিলেন, “একুশে জুলাই আমরা সেলিব্রেশন করব না। আমার অনেক কর্মী মারা গিয়েছেন তাদের জন্য দেশের জন্য সব শহীদ পরিবারের জন্য ওই দিনটি এবার আমরা শ্রদ্ধা দিবস হিসেবে পালন করব।

তবে এবার একুশে জুলাই পঞ্চায়েত ভোটের পরে সামনে লোকসভা ভোট। তারই প্রস্তুতি চালাচ্ছে শাসকদল। ২০২৪ এ দিল্লি দখলের লড়াই সহজ হবে না তা বলছে ইন্ডিয়া জোট তৈরি করা দিয়েছে বিরোধীপক্ষ।