Mamata Banerjee Wishes: কর্নাটক নির্বাচন থেকে বিজেপির পতন শুরুর আশায় মমতা

আগামী লোকসভা নির্বাচনে দেশে ‘পরিবর্তন’ চেয়ে আগেই সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কর্নাটকের আসন্ন বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Elections) থেকেই বিজেপির পতন শুরু হলে তিনি খুশি হবেন বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee addressing a gathering

আগামী লোকসভা নির্বাচনে দেশে ‘পরিবর্তন’ চেয়ে আগেই সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কর্নাটকের আসন্ন বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Elections) থেকেই বিজেপির পতন শুরু হলে তিনি খুশি হবেন বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

মালদহে বৃহস্পতিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে গিয়ে মমতা বলেছেন, ‘কর্নাটক থেকে পতন শুরু হলে আমরা খুশি হব।

   

লোকসভায় ভালো ফল করে বিরোধী শিবিরকে সরিয়ে দিতে চায় ঘাসফুল শিবির। বারবার তৃণমূল নেত্রীর মুখে শোনা যাচ্ছে, ‘ডোন্ট ভোট ফর বিজেপি! যেখানে আমরা ভোটে দাঁড়াব, সেখানে অন্য কাউকে ভোট নয়। ভোট নষ্ট করবেন না।’ কেন্দ্রে পরিবর্তন আনা এবং বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে সব বিরোধীর ঐক্যবদ্ধ হওয়ার কথাও শোনা যাচ্ছে তৃণমূল নেত্রীর মুখে।

উল্লেখ্য, রাজ্যে তৃতীয় বার সরকারে আসার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সব বিজেপি-বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছিলেন তিনি। সেই সূত্রেই কনার্টকের প্রসঙ্গ এনে বিজেপিকে হারানোর কথা এবং ভোট ভাগ না হওয়ার বার্তা দিয়েছেন মমতা।

কর্নাটকের পাশাপাশিই বাংলার প্রসঙ্গে মমতা বলেছেন, ” সিপিএম এবং কংগ্রেস এখানে খালি আমার বিরোধিতা করে আর বিজেপির সঙ্গে হাত মেলায়!”

এ প্রসঙ্গে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূলের হারের পর থেকে ‘তালগোল পাকিয়ে’ মুখ্যমন্ত্রী এ ভাবে আক্রমণ করছেন।