Manipur: অগ্নিগর্ভ মণিপুরে বন্ধ রেল পরিষেবা, কার্ফু জারি করেও পরিস্থিতি বেসামাল

হিংসার আগুনে জ্বলছে গোটা মণিপুরে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মন্দির, সাধারণ মানুষের বাড়িতে। ভয়ঙ্কর পরিস্থিতি মণিপুরে। বিক্ষোভ চরম আকার নিয়েছে সেখানে। কার্ফু জারি করে, নেট পরিষেবা বন্ধ করেও রোখা যাচ্ছে না বিক্ষোভকারীদের।

Fire-ravaged buildings in Manipur

হিংসার আগুনে জ্বলছে গোটা মণিপুরে (Manipur)। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মন্দির, সাধারণ মানুষের বাড়িতে। ভয়ঙ্কর পরিস্থিতি মণিপুরে। বিক্ষোভ চরম আকার নিয়েছে সেখানে। কার্ফু জারি করে, নেট পরিষেবা বন্ধ করেও রোখা যাচ্ছে না বিক্ষোভকারীদের।

হিংসা রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং, অভিযোগ সেই রাজ্যের সাধারণ মানুষ থেকে বিরোধীদের। মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকেই তাঁর বিরুদ্ধে উপজাতিদের তাদের গ্রাম থেকে বিতাড়িত করা, রাজধানী ইম্ফল-এর কয়েক দশক পুরানো গির্জা ধ্বংস করার অভিযোগ রয়েছে। সেখানের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করবেন কিনা এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল সূত্রে।

গতকাল পরিস্থিতি এমন আকার নেয় যে দেখা মাত্র গুলির নির্দেশ দিতে হয়েছে মণিপুরের রাজ্যপালকে। সরকারি তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যে যে জায়গায় হিংসা চরম আকার নেবে, বিক্ষোভকারীরা আইন ভাঙবে, সেখানে সরাসরি গুলি চালানো হোক।

রাজ্যে আইন ও শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য এবং শান্তি ফিরিয়ে আনতেই এই চরম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারি তরফে জানানো হয়েছে।

এরকম অবস্থায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। মণিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সমস্ত মণিপুরগামী ট্রেন বন্ধ করে দেওয়া হল ।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সি পি আর ও সব্যসাচী দে জানান “পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কোনও ট্রেন মণিপুরে প্রবেশ করছে না। মণিপুর সরকার ট্রেন চলাচল বন্ধ করার পরামর্শ দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”

#ManipurFires #RailwayServices #Curfew #DireSituation