কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করে ফেলল কংগ্রেস

কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করল কংগ্রেস। ডিকে শিবকুমার নন, দক্ষিণের রাজ্যটিতে মুখ্যমন্ত্রী পদে কংগ্রেস হাইকম্যান্ডের পছন্দ প্রবীণ সিদ্দারামাইয়া। শিবকুমারকে উপমুখ্যমন্ত্রী পদ গ্রহণে রাজি করানোর…

CM siddaramaiah

কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করল কংগ্রেস। ডিকে শিবকুমার নন, দক্ষিণের রাজ্যটিতে মুখ্যমন্ত্রী পদে কংগ্রেস হাইকম্যান্ডের পছন্দ প্রবীণ সিদ্দারামাইয়া।

শিবকুমারকে উপমুখ্যমন্ত্রী পদ গ্রহণে রাজি করানোর চেষ্টা চলছে।
কর্ণাটকে ২২৪ আসনের মধ্যে ১৩৫ আসন জিতে সর্বকালীন রেকর্ড গড়েছে কংগ্রেস।

   

প্রকাশ্যে কেউ কাউকে কটাক্ষ না করলেও কন্নড় রাজ্যের দুই হেভিওয়েট নেতা শিবকুমার এবং সিদ্দারামাইয়া একে অপরকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি ছিলেন না। সিদ্দা দিন তিনেক আগে থেকেই দিল্লিতে ছিলেন। আর ডিকে দিল্লিতে রয়েছেন মঙ্গলবার থেকে।

মঙ্গলবার দফায় দফায় বৈঠকেও সমাধানসূত্র বের হয়নি। আসলে কংগ্রেসের সিংভাগ বিধায়ক সিদ্দারামাইয়ার পক্ষে। আবার ডিকে শিবকুমার দলকে বহু সংকট থেকে উদ্ধার করেছেন।

কর্ণাটকে কংগ্রেসকে জেতানোর পিছনে তাঁর কৃতিত্ব কোনও অংশে কম নয়। শেষমেশ বেশি বিধায়কের সমর্থন থাকাই সিদ্দাই এ যাত্রা হাইকম্যান্ডের সম্মতি পেলেন।

ডিকে শুরু থেকেই বলে আসছিলেন, মুখ্যমন্ত্রীর পদ না পেলে তিনি কোনওরকম মন্ত্রিত্ব নেবেন না। একজন সাধারণ বিধায়ক হিসাবে কাজ করবেন। কংগ্রেস হাইকম্যান্ড শুরু থেকেই চাইছিল তিনি অন্তত উপমুখ্যমন্ত্রী এবং প্রদেশ সভাপতির পদে থাকুন।