Transfer Window: ইস্টবেঙ্গল ছাড়লেন দুর্গাপুরের বিবেক

Transfer Window: ইস্টবেঙ্গল ক্লাবকে (East Bengal) বিদায় জানালেন বিবেক সিং (Vivek Singh)। ইস্টবেঙ্গল রিজার্ভ দলের ফুটবলার ছিলেন তিনি।

Vivek Singh

Transfer Window: ইস্টবেঙ্গল ক্লাবকে (East Bengal) বিদায় জানালেন বিবেক সিং (Vivek Singh)। ইস্টবেঙ্গল রিজার্ভ দলের ফুটবলার ছিলেন তিনি। যোগ দিচ্ছেন কলকাতারই অন্য একটি ক্লাবে। ইস্টবেঙ্গল রিজার্ভ দলের হয়ে বেশ কিছু ম্যাচে নজর কেড়েছেন বিবেক সিং। বিবেক আক্রমণভাগের ফুটবলার। উঠে এসেছেন দুর্গাপুর থেকে। দুর্গাপুরবাসী তথা বাংলার ফুটবল ফলোয়ারদের কাছে তিনি পরিচিত মুখ। মহামেডান স্পোর্টিং ক্লাবের মতো বড় দলের বিরুদ্ধে গোল করেছিলেন লাল হলুদ জার্সিতে।

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী ইস্টবেঙ্গল ক্লাবকে বিদায় জানিয়েছেন বিবেক সিং। যোগ দিতে পারেন কলকাতার অপর ক্লাব খিদিরপুর স্পোর্টিং ক্লাবে। আশা করা যায় আরও বেশি ম্যাচ টাইম পেয়ে যাবেন বিবেক। নিয়মিত মাঠে নামতে না পারলেও নিজেকে ফিট রাখার কাজ শুরু করে দিয়েছেন তিনি। নিয়মিত গা ঘামাচ্ছেন দুর্গাপুরের প্রতিভাবান এই ফুটবলার।

আরও পড়ুন: East Bengal: যুবভারতীতে অনুশীলন করতে পারবে না মশালবাহিনী, কিন্তু কেন?

শুরু হয়ে গিয়েছে কলকাতা ফুটবল লীগ। এবারের টুর্নামেন্ট খেলা হচ্ছে বিদেশি ফুটবলার ছাড়া। অন্যান্য দলের মতো ইস্টবেঙ্গল ক্লাবেও এবার তারুণ্যের ছড়াছড়ি। তরুণদের খেলায় জোর দেওয়া হলেও কলকাতার অন্যতম প্রধান ক্লাবে অনিশ্চিত হয়ে পড়েছিল বিবেকের কেরিয়ার। কলকাতা ময়দানে খেলার ইচ্ছা নিয়ে খেপের মাঠে থেকে উঠে এসেছিলেন বিবেক সিং।

আরও পড়ুন: East Bengal: ময়দানকে চমকে মধ্যরাতে শহরে আসছেন লাল-হলুদের দুই তারকা

নিজের ফর্ম ধরে রাখার জন্য প্রয়োজন ম্যাচ টাইম। খিদিরপুর স্পোর্টিং ক্লাবে জুনিয়র এবং সিনিয়র ফুটবলারদের মেলবন্ধন ঘটেছে। বিবেক যুক্ত হলে স্কোয়াডের গভীরতা যে আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। অন্য দিকে ইস্টবেঙ্গল সমর্থকরা চাইবেন কলকাতা ফুটবল লীগে ধারাবাহিক ফর্ম বজায় রাখুক তাদের প্রিয় ক্লাব।